For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের জনতাই হাজার হাজার কোটি টাকা তুলে দিচ্ছে চিনের হাতে, দেখুন চাঞ্চল্যকর রিপোর্ট

২০১৮ অর্থবর্ষে ভারতের জনতা ৫০ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে আপন করে নিতে।

  • |
Google Oneindia Bengali News

আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইলের বাজার রয়েছে ভারতে। গত কয়েকবছরে স্মার্টফোনের বাজার বদলেছে লক্ষ্যণীয়ভাবে। দামী মোবাইলের পাশাপাশি সস্তার অনেক ফোন এসেছে বাজারে। যাতে ফিচার্স আকর্ষণীয়। কোনওটার স্টোরেজ বেশি তো কোনওটার ক্যামেরা দারুণ।

ভারতের জনতাই হাজার হাজার কোটি টাকা তুলে দিচ্ছে চিনের হাতে, দেখুন চাঞ্চল্যকর রিপোর্ট

এই অবস্থায় ভারতের জনতা মোবাইলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ২০১৮ অর্থবর্ষে ভারতের জনতা ৫০ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে আপন করে নিতে। যার মধ্যে রয়েছে শাওমি, ওপ্পো ভিভো ও অনার।

কেন এমন হুহু করে বিক্রি বাড়ছে চিনা ফোনের? দেখা যাচ্ছে, কম দামে ভালো মানের ফোন দিচ্ছে চিনা কোম্পানিগুলি। যার ফলে এই চাহিদা বেড়ে চলেছে। আগামী কয়েকবছরে এই চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই চারটি ব্র্যান্ডের পাশাপাশি মোটোরোলা ও ওয়ান প্লাসের ফোনও দারুণ বিক্রি হচ্ছে বলে সমীক্ষা বলছে।

চিনারা এদেশেও ফোন বানাচ্ছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ভিভো সংস্থায় ৫ হাজার কর্মী কাজ করছে। এছাড়া ওপ্পো নয়ডায় দুটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে।

তথ্য বলছে, ২০১৭ সালের অর্থবর্ষে ভারতে চিনা ফোনের বিক্রি হয়েছিল ২৬ হাজার ২৬২ কোটি ৪০ লক্ষ টাকার। আর ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৫১ হাজার ৭২২ কোটি ১০ লক্ষ টাকা। অনার স্মার্টফোনের বিক্রি ২০১৮ সালের প্রথম ভাগে বেড়েছে ২৮১ শতাংশ হারে। এমনটা জানিয়েছে সংস্থার আধিকারিকই। বাকীদের বিক্রিও উল্লেখযোগ্য হারে বাড়ছে।

English summary
Chinese smartphone brands make over Rs 50 thousand crore in India in 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X