For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্ষয় তৃতীয়ার দিন এখনও চলে 'বাল্য বিবাহ'! কোথায় হয় এমন, প্রশাসন কী বলছে, জানুন বিস্তারিত

অক্ষয় তৃতীয়ার দিন দেশ জুড়ে বিভিন্ন জায়গায় একাধিক রীতি প্রচলিত। কোথাও এদিনটিতে সোনা কেনার রীতি রেওয়াজ রয়েছে, কোথাও বা এদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে পূজা অর্চনা।

Google Oneindia Bengali News

অক্ষয় তৃতীয়ার দিন দেশ জুড়ে বিভিন্ন জায়গায় একাধিক রীতি প্রচলিত। কোথাও এদিনটিতে সোনা কেনার রীতি রেওয়াজ রয়েছে, কোথাও বা এদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে পূজা অর্চনা। আর রাজস্থানের প্রত্যন্ত এলাকায় এদিন প্রশাসনের চোখে ধুলো দিয়ে বহু জায়গায় চলে বাল্য বিবাহ। অবৈধ এই কাজ ঘিরে এদিনও কড়া প্রহরায় রয়েছে রাজস্থান সহ উত্তরভারতের বিভিন্ন জায়গা। এদিনে নারী ওশিশুকল্যান দফতর থেকেও সতর্কতা জারি করা হয়েছে।

[আরও পড়ুন:অক্ষয় তৃতীয়াতে সোনা কেনা ছাড়াও এই অজানা রীতিগুলিও মঙ্গলদায়ক, আসে সমৃদ্ধি][আরও পড়ুন:অক্ষয় তৃতীয়াতে সোনা কেনা ছাড়াও এই অজানা রীতিগুলিও মঙ্গলদায়ক, আসে সমৃদ্ধি]

প্রশ্ন উঠছে রাজস্থানের প্রত্য়ন্ত গ্রামে কেন এখনও চলে এই রীতি। প্রশাসনের কড়া নিরাপত্তার সত্ত্বেও এই প্রবণতা কেন রয়েছে সেখানে। দেখে নেওয়া যাক, অক্ষয় তৃতীয়া বাল্য বিবাহ ঘিরে কয়েকটি বিশেষ তথ্য।

কীভাবে চলে বিয়ে ?

কীভাবে চলে বিয়ে ?

এই দিনটিতে রাজস্থান সহ দেশের বহু রাজ্যের প্রত্যন্ত গ্রামে কড়া নজর থাকে প্রশাসনের। কিন্তু , একবার যদি বিয়ের মন্ডপের খুঁটি তৈরি হয়ে যায়। আর বরের হাতে হলুদ সুতো বাঁধা হয়ে যায়, তাহলে আর কিছুতেই বিয়ে আটকানো যায় না। এমনই দাবি এলাকার বাসিন্দাদের।

 কেন এই দিন বিয়ে হয়?

কেন এই দিন বিয়ে হয়?

রাজস্থানের আশপাশে তথা ওই রাজ্যে বসবাসকারী অনেক কটি উপজাতি মনে করে , অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে হলে, তা অত্যন্ত শুভ হয়। রাজস্থানে এই রীতি 'মউসর' নামে খ্যাত। যা ১৯৬২ সাল থেকে অবৈধ তথা ফৌজদারী অপরাধ বলে গন্য করা হয়।

কোন কোন জায়গায় চলে এই প্রথা?

কোন কোন জায়গায় চলে এই প্রথা?

নারী ও শিশু কল্য়াণ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ,১৮ এপ্রিল , রাজস্থান সহ উতত প্রদেশ, মহারাষ্ট্র ইত্য়াদি রাজ্য়ে যেন প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর থাকে। কোনওভাবেই বাল্যবিবাহের মতো ঘটনা যেন না ঘটে। এবিষয়ে , রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনগুলিকেও সতর্ক করা হয়েছে।

রাজনীতি ও বাল্য বিবাহ

রাজনীতি ও বাল্য বিবাহ

একট সর্বভারতীয় সংবাদ পত্রের খবর অনুযায়ী, বাল্য বিবাহের মতো ঘটনা কড়া হাতেই দমন করার সমস্ত ক্ষমতা রয়েছে প্রশাসনের কাছে। কিন্তু যে উপজাতি বা এলাকায় এই রীতি চলে, তার ভোট ব্যাঙ্ক রাজনৈতিক নেতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফলে অভিযোগ ওঠে, যে রাজনীতির স্বার্থেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে আজও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্ষয় তৃতীয়ার দিন চলে বাল্য বিবাহ। কিছু বালিকা, তথা কিছু শিশুর জীবনে অজান্তেই পালাবদল হয় এক বড় রকমের.

English summary
Know why Child marriage trend is high in Rajasthan on Akshay tritiya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X