For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিঙক দিবস স্পেশাল: এক সময়ে বলিউড তারকারা ছিলেন নামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক

এককালে শিক্ষকতা করেছেন বহু তারকা, মহাতারকারাও। দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক বা শিক্ষিকা বলেত একটা সময় পর্যন্ত চোখে চশমা পড়া , কড়া চাউনির মানুষটিকেই বোঝানো হত। কিন্তু আদপে আদর্শ শিক্ষকরা খুব একটা 'রাগি' মানুষ হননা। ছাত্রদের মনে জায়গা করে নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই কাজ অনায়াসে আয়ত্ত্ব করে ফেলেছেন বহু বিশিষ্ট শিক্ষক।

কখনও তাঁদের অগাধ জ্ঞান , কখনও বা প্রচণ্ড স্নেহে পড়ুয়াদের আপন করে নিয়েছেন নানা যুগের বহু বিশিষ্ট শিক্ষক । আর সেজন্যই ছাত্রদের আরো কাছের মানুষ হয়ে উঠেছেন তাঁরা। শিক্ষকের চেনা ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে নতুন দিশা দেখিয়ছেন এই শিক্ষকরা। কথায় বলে,শিক্ষকতা এমনই একটি পেশা যাতে রোজ দ্বিগুণ হয় জ্ঞান। এককালে শিক্ষকতা করেছেন বহু তারকা , মহাতারকারাও। দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়।

বলরাজ সাহানি

বলরাজ সাহানি

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত নাম অভিনেতা বলরাজ সাহানির। ইংরাজি সাহিত্যে তাঁর দুইবার স্নাতোকোত্তরের ডিগ্রি রয়েছে। ১৯৩০ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেনি তিনি। ইংরাজি ও হিন্দি ভাষার শিক্ষক হিসাবে যোগ দেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

উৎপল দত্ত

উৎপল দত্ত

প্রখ্যাত অভিনেতা তথা থিয়েটার শিল্পী উৎপল দত্ত থিয়েটারে অভিনয়ের পাশপাশি একটা সময়ে কলকাতার বিখ্যাত সাউথ পয়েন্ট স্কুলে ইংরাজি সাহিত্যের শিক্ষকতা করতেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডে এখন তিনি 'খিলাড়ি'। বিভিন্ন রকমের ছবিতে তিনি একাই একশো। একসময়ে এই অক্ষয় কুমারই ছিলেন শিক্ষক। মুম্বইয়ের এক নামী বেসরকারি স্কুলে তিনি মার্শাল আর্টসের শিক্ষক ছিলেন।

কাদের খান

কাদের খান

১৯৩৭ সালে আফগানিস্তানে জন্ম হয় অভিনেতা কাদের খানের। তারপর সময়ের দিক পরিবর্তনে তাঁর ভারতে আসা। শিক্ষাগত যোগ্যতায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার। মুম্বইয়ের এম এইচ সাহু সিদ্দিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ তিনি অধ্যাপনার কাজও করেছেন এক সময়ে।

সিলভারস্টার স্ট্যালোন

সিলভারস্টার স্ট্যালোন

প্রখ্যাত হলিউড অভিনেতা সিলভারস্টার স্ট্যালোন একসময়ে জিম শিক্ষক হিসাবে আমেরিকান কলেজ অব সুইটজারল্যান্ডে তিনি বহুদিন কাজ করেছেন।

রূপম ইসলাম

রূপম ইসলাম

বাঙালির একটা গোটা প্রজন্মকে বাঙালির মতো করে তিনি উপহার দিয়েছেন 'রক মিউজিক'। একের পর এক কনসার্ট আজও কেঁপে ওঠে তাঁর 'অ্যাসিড রক-এ'! এই রূপম ইসলামই একটা সময়ে ইংরাজি সাহিত্যে স্নাতকতা পাশ করার পর টারকি হাইস্কুলে প্রাথমিক বিভাগে শিক্ষকতা করেছেন। ২০০৬ সালে তিনি স্কুল থেকে স্বেচ্ছাবসর নিয়ে নেন।

টম অল্টার

টম অল্টার

বলিউডে আসার আগে অভিনেতা টম অল্টার হরিয়ানার জগধারীরতে সেন্ট থমাস স্কুলে ক্রিকেট কোচ ছিলেন।

নন্দিতা দাস

নন্দিতা দাস

'আর্থ' ,'ফায়ার'এর মতো সমান্তরাল ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন বলিউড অভিনেত্রী তথা থিয়েটার শিল্পী নন্দিতা দাস। এর পর কান ফিল্ম ফেস্টিভ্যালেও তিনি বিচারকের আসন পেয়েছেন। এই নন্দিতাও জীবনের একটা সময়ে ঋষি ভ্যালি স্কুলে শিক্ষকতা করতেন।

চন্দ্রচুড় সিং

চন্দ্রচুড় সিং

'জোশ' , 'মাচিস' ইত্যাদি ছবিতে চন্দ্রচুড় সিং -এর অভিনয় ছিল মন কেড়ে নেওয়ার মতো । এই চন্দ্রচূড় সিং ছিলেন দুন স্কুলের গানের শিক্ষক।

English summary
India celebrates teachers' day today to commemorate the birth of one of the most famous teachers in the country and its first vice president, Dr Sarvepalli Radhakrishnan.Here are some names that perhaps do not ring a bell as teachers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X