For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম খরচে ক্রিসমাস-নিউ ইয়ার উপলক্ষে পার্টির আয়োজন করতে চান! কয়েকটি টিপস

পার্টির মরশুম এসে গিয়েছে। বছরের শেষ লগ্নে ক্রিসমাস থেকে নিউ ইয়ার ঘিরে সকলেই উৎসবের মেজাজে গা ভাসিয়ে চলেছেন। এমন উৎসবের মেজাজ ধরে রাখতে আপনিও কি চাইছেন কম খরচে ছোট্ট হাউস পার্টির আয়োজন করতে ? রইল কয়েকট

  • |
Google Oneindia Bengali News

পার্টির মরশুম এসে গিয়েছে। বছরের শেষ লগ্নে ক্রিসমাস থেকে নিউ ইয়ার ঘিরে সকলেই উৎসবের মেজাজে গা ভাসিয়ে চলেছেন। এমন উৎসবের মেজাজ ধরে রাখতে আপনিও কি চাইছেন কম খরচে ছোট্ট হাউস পার্টির আয়োজন করতে ? রইল কয়েকটি টিপস।

কীভাবে আমেজ তৈরি করবেন?

কীভাবে আমেজ তৈরি করবেন?

ছোট্ট কয়েকটি সাজানাো গোছানো টেবিল, তার সঙ্গে হালকা আলোর ব্যবহার,ব্য়াস তাতেই কেল্লাফতে ! ক্রিসমাসের মরশপমে ফুল আর মোমবাতি আলোতে সাজিয়ে ফেলতে পারেন আপনার ছোট্ট হাউস পার্টি। এজন্য প্রয়োজন মোমবাতি, কিছু সাজানোর মতো ফুল , সঙ্গে রাখতেই পারেন হালকা মেজাজের গান!

পটলাক!

পটলাক!

খাওয়ার আয়োজন একা হাতে করতে অসুবিধে হচ্ছে? বন্ধুদের বলুন 'পটলাক'-এর আয়োজন করে ফেলেছেন।আর এই খেলায় সকলকে নিজের হাতে কিছু রান্না করে আনতে হবে। সেই পদ দিয়েই পার্টির খাওয়া দাওয়া জমে যাবে।

হাউস পার্টিতে কী কী করবেন?

হাউস পার্টিতে কী কী করবেন?

হালকা মেজাজের গানের পাশাপাশি, আগত অতিথিদেরও গান গাওয়ার অনুরোধ করতে পারে। সকলে মিলে জমজমাট আয়োজনে মেতে উঠতে পারেন।

বড় কেকের জায়গায় কাপ কেক!

বড় কেকের জায়গায় কাপ কেক!

বড় কেক অনেক সময় খরচা সাপেক্ষ হয়। তাই মাফিন বা কাপ কেক এনে তাকে সুন্দর করে সাজিয়ে অতিথিদের পরিবেশন করুন।

থিম ডিজাইন!

থিম ডিজাইন!

পার্টিতে খেলা হিসাবে 'থিম ডিজাইন' রাখতে পারেন। ফলে পার্টির সাজে ঘর সাজাতে গেলে এক একদিকের সাজানোর জন্য এক একজন এমনিতেই এগিয়ে আসবেন!

English summary
brilliant ideas to throw a party in a budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X