For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর নয় যৌন হেনস্তা, ব্রাজিলের মহিলা ক্রীড়া সাংবাদিকদের নজিরবিহীন প্রতিবাদ

ব্রাজিলিয়ান মহিলা ক্রীড়া সাংবাদিকরা যৌন হেনস্তার বিষয়ে নতুন প্রতিবাদ মঞ্চ খুলছেন।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কিছু দিন আগে থেকেই ক্যাম্পেন সারা পৃথিবী জুড়ে একটা হিল্লোল তৈরি করেছিল। ক্যাম্পেনটার নাম ছিল 'মি টু'। এবার ব্রাজিলের মহিলা ক্রীড়া সাংবাদিকরা একটা ক্যাম্পেন শুরু করলেন। নাম 'দেইশ্যা ত্রাবালহার' বাংলায় যার অর্থ 'তাঁকে তাঁর কাজ করতে দেওয়া হোক'।

ব্রাজিলের মহিলা ক্রীড়া সাংবাদিকদের নজিরবিহীন প্রতিবাদ

রোজকার কাজ করতে গিয়ে নিয়মিত বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলারা যৌন হেনস্তার শিকার হন। ক্রীড়া সংবাদিকদের পেশাও এর ব্যতিক্রম কিছু নয়। সেটাই তুলে ধরেছেন ব্রাজিলের মহিলা সাংবাদিকরা। তারা একটি ভিডিওতে দেখিয়েছেন ঠিক কী ধরণের নোংরা প্রবৃত্তির শিকার হতে হয় তাদের।

৫২ জন মহিলা ক্রীড়া সাংবাদিক সমবেতভাবে জানিয়েছেন, তাঁদের ফোনে প্রতিদিনই অশ্লীল মেসেজ পাঠানো হয়। এমনকী সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

দিনের পর দিন বিভিন্ন স্পোর্টস চ্যানেলে কাজ মহিলা ক্রীড়া সাংবাদিকরা কী কী ধরণের হেনস্তার শিকার হয়েছেন তা জানিয়েছেন এই ভিডিওতে। এই ভিডিওতে রয়েছে ইএসপিএন, ইন্টারাকটিভ স্পোর্টসের মত নামী সংস্থায় কাজ করা মহিলারা। নিজেদের হোয়াটস অ্যাপ গ্রুপও তৈরি করেছেন তারা। যেখানে তাঁদের সঙ্গে রোজ কী ঘটনা ঘটেছে তাঁর বিবরণ দিচ্ছেন তারা।

আসলে ব্রাজিলের মহিলা সাংবাদিকরা মনে করছেন পরিবর্তন সম্ভব আর সেই আশাতেই আর মুখ বন্ধ না রেখে সোশ্যাল মিডিয়ার বিশাল বাজারকে বেছে নিয়েছেন প্রতিবাদের মঞ্চ হিসেবে। ভারতেও প্রচুর মহিলা সাংবাদিক কাজ করেন তারাও যদি এই প্রতিবাদ থেকে শিক্ষা নেন এবং হওয়া নির্যাতনের বিরুদ্ধে সরব হন।

English summary
Brazilian women sports Journalist open a new protest campaign against sexual harrashment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X