For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের কোন অংশে বিজেপি সবচেয়ে দুর্বল, কী বলছে সিএসডিএস-লোকনীতি সমীক্ষা

আর মাত্র একবছরের কম সময়ে কেন্দ্রে লোকসভা নির্বাচন হতে চলেছে। তার আগে দেশের মন বুঝতে সমীক্ষা করেছিল লোকনীতি ও সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস বা সিএসডিএস।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র একবছরের কম সময়ে কেন্দ্রে লোকসভা নির্বাচন হতে চলেছে। তার আগে দেশের মন বুঝতে সমীক্ষা করেছিল লোকনীতি ও সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস বা সিএসডিএস। তাতে বেশ চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এই মুহূর্তে ভোট হলে কারা এগিয়ে, কারা পিছিয়ে তা নিয়ে সমীক্ষায় নানা পরিসংখ্যান দেওয়া হয়েছে। কীভাবে দাক্ষিণাত্য বিজয় করবে বিজেপি সেই রণনীতি গেরুয়া শিবিরকেই ঠিক করতে হবে। তবে তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে।

গলার কাঁটা দক্ষিণ ভারত

গলার কাঁটা দক্ষিণ ভারত

লোকনীতি সমীক্ষা বলছে, দেশের দক্ষিণ অংশে, দক্ষিণ ভারতে বিজেপি সবচেয়ে দুর্বল দল। এখনই ভোট হলে দক্ষিণ ভারতে বিজেপির জামানত জব্দ হবে। বিশেষ করে কর্ণাটকে সরকার গড়তে না পারার পর তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এই দক্ষিণ ভারতই আগামী লোকসভায় বিজেপির গলার কাঁটা হতে চলেছে।

দক্ষিণে আটকে গিয়েছে বিজেপি

দক্ষিণে আটকে গিয়েছে বিজেপি

দক্ষিণের পাঁচটি রাজ্য - কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা ও কেরল মিলিয়ে বিজেপি মাত্র ১৮ শতাংশ ভোট শেয়ার নিজেদের দখলে রেখেছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৭ শতাংশ পতন হয়েছে কারণ অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি বিজেপির হাত ছেড়ে বেরিয়ে এসেছে।

টিডিপির অবস্থান মজবুত

টিডিপির অবস্থান মজবুত

লোকনীতি সমীক্ষা বলছে, বিশেষ স্ট্যাটাসের দাবিতে অন্ধ্রপ্রদেশে বিজেপির হাত ছেড়ে বেরিয়ে আসার পরে তেলুগু দেশম পার্টি অনেক ভালো ফল করছে। তাদের ভোট শেয়ার আগের চেয়ে অনেক বেড়েছে।

সমর্থন বাড়ছে আঞ্চলিক দলের

সমর্থন বাড়ছে আঞ্চলিক দলের

সমীক্ষা বলছে, শুধু টিডিপি-ই নয়, টিআরএস, ডিএমকে, জেডিএস, কেরলের বামেরা আগের চেয়ে অনেক বেশি সমর্থন পাচ্ছে। জানুয়ারির চেয়ে মে মাসে সমর্থন অনেক বেড়েছে। যা বিজেপির কাছে ভয়ের কারণ। কেননা আঞ্চলিক দলগুলির শক্তিবৃদ্ধি হচ্ছে।

ক্ষুব্ধ ৬৩ শতাংশ

ক্ষুব্ধ ৬৩ শতাংশ

দক্ষিণ ভারতের ৬৩ শতাংশ জনতা মোদী সরকারের উপরে ক্ষুব্ধ। যেখানে বাকী দেশে সেই সংখ্যাটা শতাংশের বিচারে ৪০-৪৩ শতাংশ। সেখানে দক্ষিণ ভারতে মোদী সরকারের প্রতি বেশিরভাগ মানুষেরই সমর্থন নেই।

মুখ ফিরিয়েছে দক্ষিণ ভারত

মুখ ফিরিয়েছে দক্ষিণ ভারত

অন্ধ্রপ্রদেশে মে মাসে দাঁড়িয়ে বিজেপির প্রতি মাত্র ২৬ শতাংশ মানুষ সন্তুষ্ট। অসন্তুষ্ট ৬৮ শতাংশ মানুষ। কর্ণাটকে সন্তুষ্ট ৫০ শতাংশ মানুষ। অসন্তুষ্ট ৪৫ শতাংশ মানুষ। কেরলে সন্তুষ্ট ২৮ শতাংশ, অসন্তুষ্ট ৬৪ শতাংশ মানুষ। তামিলনাড়ুতে সবচেয়ে খারাপ অবস্থা বিজেপির। সেখানে মাত্র ১৯ শতাংশ মানুষ বিজেপিকে পছন্দ করছেন। ভালো বলছেন না ৭৫ শতাংশ মানুষ। এছাড়া তেলাঙ্গানায় ২৯ শতাংশ মানুষ মোদীর কাজে সন্তুষ্ট, অসন্তুষ্ট ৬৩ শতাংশ মানুষ।

English summary
BJP weakest in South India ahead of 2019 Lok Sabha Elections, says CSDS-Lokniti survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X