For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত শেষেই কীভাবে বদলে গেল চিত্রনাট্য! দেখুন মহারাষ্ট্রে সরকার গড়া নাটকের টাইমলাইন

Google Oneindia Bengali News

রাতারাতি নাটকীয় মোড় নিল মহারাষ্ট্রের সরকার গঠন। শনিবার সকলকে চমকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ফের শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ। তবে চমক রয়েছে অন্য জায়গায়। এনসিপির সমর্থনেই মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি এবং উপ–মুখ্যমন্ত্রীর পদে এলেন দলের নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।

কীভাবে মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি, একনজরে টাইমলাইন

এই ঘটনার একদিন আগেই এনসিপি প্রধান শরদ পাওয়ার জানিয়েছিলেন যে কংগ্রেস ও তাঁর দল আলোচনা করেই শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান। সোমবারই এসসিপি–কংগ্রেস–শিবসেনা এই তিন জোটের সরকার গড়ার কথা ছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সকাল আটটা নাগাদ ফড়নবীশ এবং অজিত পাওয়ার রাজ ভবনে প্রবেশ করেন। যেখানে গর্ভনর বিএস কোশয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান। এত তাড়াতাড়ি ভোল বদল হবে তা ভাবতেই পারেনি গোটা রাজনৈতিক মহল।

শুক্রবার মাঝরাত

রাত ২.‌‌৩০: ‌গর্ভনর জানিয়েছিলেন যে তিনি দু’‌ঘণ্টার মধ্যে ফাইল জমা দেবেন এবং শনিবার সকাল সাড়ে সাতটার মধ্যে শপথ গ্রহণের সব ব্যবস্থা করে ফেলা হবে।

‌‌শনিবার সকাল

৫.‌‌৩০: ‌‌অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবীশ দু’‌জনেই রাজভবনে পৌঁছান

৫.‌‌৪৭: রাষ্ট্রপতি শাসন উঠিয়ে নেওয়া হল কিন্তু তা ঘোষণা হল সকাল ন’‌টার সময়

৭.৫০: ‌‌গর্ভনর বিএস কোশয়ারি শপথ গ্রহণ শুরু করলেন

৮.১০: ‌দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ার উপ–মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন

৮.৪০:‌‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ–মুখ্যমন্ত্রী দু’‌জনকেই অভিনন্দন জানান

শুক্রবার রাতেই ম্যারাথন বৈঠক হয় এনসিপি, কংগ্রেস ও শিবসেনার শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। যাঁরা মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে জোর দিচ্ছেন। অজিত পাওয়ার জানান যে তাঁরা উদ্ধব ঠাকরেকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। কিন্তু এরপরই গোটা খেলাটাই বদলে গেল শনিবার ভোরের মধ্যে। যা হয়ত কেউই ভাবতে পারেনি।

English summary
How BJP has formed govt in Maharashtra with the help of NCP, read timeline of events
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X