For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের ভোটের লড়াই 'ভার্চুয়াল ওয়ার্ল্ড'-এ জমিয়ে তুলেছে বিজেপি-কংগ্রেস

রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান প্রতিপক্ষ বিজেপির মধ্যে মাঠে-ময়দানের চেয়েও লড়াই বেশি জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান প্রতিপক্ষ বিজেপির মধ্যে মাঠে-ময়দানের চেয়েও লড়াই বেশি জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দুই দলই সবচেয়ে বেশি করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছে। আগামী ৭ ডিসেম্বর পশ্চিম ভারতের এই রাজ্যে ভোট হবে। তার আগে লড়াই জমে উঠেছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এই রাজ্যে পালাবদলের ইতিহাস রয়েছে। এক দল বেশিদিন ক্ষমতায় থাকে না। আবার এটাও ঠিক যে বিজেপির প্রতি মানুষ যে আস্থা দেখিয়েছে তা কংগ্রেসের সংগঠনকে নড়িয়ে দিয়েছে। সেখান থেকে উঠে এসে হাত শিবির যুদ্ধ জয় করতে পারে কিনা সেটাই দেখার।

লক্ষাধিক কর্মী নিয়োগ

লক্ষাধিক কর্মী নিয়োগ

বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া ইউনিট ভালো করে দেখভালের জন্য দেড় লক্ষ কর্মীকে কাজে লাগিয়েছে। এদিকে কংগ্রেস কাজে লাগিয়েছে ১ লক্ষ কর্মীকে। দুই দলের কর্মীদের মূল লড়াই চলছে কে কাদের সোশ্যাল মিডিয়ায় টক্কর দেবেন তা নিয়ে।

যুবদের কাছে টানা

যুবদের কাছে টানা

দুই দলেরই মনে হয়েছে, নতুন বা যুব ভোটারদের কাছে টানতে সোশ্যাল মিডিয়ার চেয়ে ভালো কাছে পৌঁছনোর মাধ্যম আর কিছু হতে পারে না। সমাজ বিজ্ঞানীরাও বলছেন, যুব ভোটাররা চিরাচরিত গণমাধ্যম দেখে নিজেদের পছন্দের দল ঠিক করে না। তাঁরা দেখে সোশ্যাল মিডিয়ায় কী চলছে। তা দেখে নিজেদের ভোট কাকে দেবে তা সিদ্ধান্ত নেয়।

তৈরি টার্গেট

তৈরি টার্গেট

জানা গিয়েছে, দুই দলই নিজেদের দৈনন্দিন টার্গেট সেট করে নিয়েছে। কীভাবে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়তে হবে তার রণকৌশল চূড়ান্ত করেছে। প্রতিদিন বুথ পর্যায় থেকে ইস্যু তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।

[আরও পড়ুন:২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের][আরও পড়ুন:২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের]

বিজেপি-কংগ্রেস লড়াই

বিজেপি-কংগ্রেস লড়াই

রাজস্থানে কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে ফলোয়ার ৩৭ হাজার। এদিকে বিজেপির ফলোয়ার ১ লক্ষ ৪৯ হাজার। ফেসবুকে বিজেপির ফলোয়ার ৭ লক্ষ ৪৬ হাজার জন। কংগ্রেসের ফলোয়ার ৭ লক্ষ ১০ হাজার জন। ফলে টুইটারে কংগ্রেস পিছিয়ে থাকলেও ফেসবুকে সমানে লড়াই চলছে।

দুই দলের রণকৌশল

দুই দলের রণকৌশল

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কৌশল হল বিজেপিকে চূড়ান্ত আক্রমণ, কোন কোন জায়গায় ব্যর্থ তা তুলে ধরা ও নিজেরা ক্ষমতায় এলে কী করবে তা মানুষকে জানানো। এদিকে বিজেপি নিজেদের উন্নয়নের কথা সামাজিক মাধ্যমে জানাচ্ছে। পাশাপাশি কংগ্রেস আমলের চেয়ে গত পাঁচ বছরে কী উন্নতি হয়েছে সেটাও জানাচ্ছে।

[আরও পড়ুন: খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও][আরও পড়ুন: খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও]

English summary
BJP and Congress on social media war to woo voters in Rajasthan assembly election 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X