For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোলে মাতুন , তবে 'ত্বকের যত্ন নিন' ,জেনে নিন কী পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা

দোল খেলতে নামার আগে কয়েকটা টিপস একবার ঝালিয়ে নিন। এগুলো করলে আপনার দোল খেলাটা আরও অনেক সহজ হবে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ওরে দে দোল , দে দোল কিম্বা রাঙিয়ে দিয়ে যাও যাও এই সব সুর এখন গুন গুন করছেন মনে মনে। নাকি দোল মাতাতে অন্য কিছু স্পেশাল প্ল্যান রয়েছে আপনার মাথায়। দোল খেলতে নামার আগে কয়েকটা টিপস একবার ঝালিয়ে নিন। এগুলো করলে আপনার দোল খেলাটা আরও অনেক সহজ হবে। ওয়ান ইন্ডিয়া তাই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনাদের জন্য টিপস হাজির করছে।

দোল খেলতে নামার আগে

দোল খেলতে নামার আগে

দোল খেলতে বেরনোর অন্তত মিনিট দশেক আগে আগে মুখে, গলায়, ঘাড়ে, হাতে ওয়াটার প্রুফ সানস্ক্রিন বা ভারী ময়শ্চারাইজার লাগিয়ে নিন। কারণ ভর দুপুরে রাস্তায় যখন দোল খেলায় মেতে থাকবেন তখন কিন্তু ইউভি রে পুরো মাত্রায় বেরোবে। তাই সেটাকে আটকানোর জন্য এই সানস্ক্রিন কিন্তু কাজ করবে। এছাড়া সারা শরীরে ভাল করে অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড তেল বা সর্ষের তেল পুরু করে মেখে নিন।

চোখ ও ঠোঁটের যত্ন

চোখ ও ঠোঁটের যত্ন

চোখের চারপাশেও ভালো করে তেল লাগাবেন। কারণ রঙ তোলার সময় এই জায়গায় বেশি চাপ দিয়ে সেটা না তোলার চেষ্টা করা উচিত। তাই তেলটা ঠিক করে লাগানো থাকলে রঙ তুলতে সুবিধা হবে। ঠোঁটের ক্ষেত্রেও তাই একটু মোটা করে ভেসলিন লাগিয়ে নিন। রঙ যেন কোনও ভাবে মুখের ভেতরে না যায় সেটা লক্ষ্য রাখবেন।

চুলের যত্ন

চুলের যত্ন

চুল ও মাথার তালুতে ভাল করে নারকেল তেল বা ক্যাস্টার অয়েল মেখে নিন। যত মোটা তেল হবে তত ভালো। রঙ খেলতে যাওয়ার আগে ভুলেও শ্যাম্পু করা চুলে খেলতে যাবেন না। তাহলে আপনি হয়ত সেলফিতে কুইন এলেন, কিন্তু চুলটার বারোটা পাঁচ বেজে যাবে।

বড় পোশাক পড়ুন

বড় পোশাক পড়ুন

যত ঢাকা পোশাক পড়ে রঙ খেলবেন ততই ভালো কারণ তাতে আপনার শরীর ঢাকা থাকবে। রঙ মাখার পর সরাসরি রোদ লাগলে আরও চেপে শরীরে বসে যায়। তাই লম্বা হাতা পোশাক ও পাজামা রঙ খেলার জন্য সেরা পোশাক।

রঙ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হন

রঙ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হন

কেমিক্যাল রঙের প্রতি হয়ত একটা আকর্ষণ থাকতে পারে কিন্তু সেটা পারলে পুরোপুরি এড়িয়ে চলুন। ফুলের তৈরি আবির ব্যবহার করুন। ব্যবহার করুন ভেষজ রঙ। এখন কিন্তু এগুলো আপনার পাড়ার রঙের দোকানেও পাওয়া যায়। সুতরাং এবারের দোলে আপনার ট্যাগলাইন হোক 'গো হার্বাল'

রং তোলার উপায়

রং তোলার উপায়

চুল থেকে রং তোলার জন্য প্রথমে শুধু জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। অন্তত দু থেকে তিন বার হালকা শ্যাম্পু দিয়ে ভাল করে মাথা ধোবেন, ব্যবহার করুন কন্ডিশানার। কারণ এই রঙ চুল থেকে পুরো আর্দ্রতা শুষে নেয়। তবে সবই একটু ভালো মানের ব্যবহার করেন।

 মুখ থেকে রং তোলার উপায়

মুখ থেকে রং তোলার উপায়

মুখ বা শরীরের রঙ তোলার জন্য প্রথমে ক্লিনজিং মিল্ক বা তেল ব্যবহার করুন। প্রথমেই সাবান ব্যবহার করল রঙ আরও বসে যেতে পারে। হালকা হাতে ম্যাসাজ করে সেটা তুলে নিন। তারপর সাবন মেখে স্নান করুন।

English summary
Before starting holi follow some instrutions to make your skin and hair perfect,know what doctors are saying.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X