যে সব ব্যাঙ্ক এফডি-তে ৯ % এবং সেভিংস-এ ৭ % সুদ দিচ্ছে
সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ ক্রমশ কমছে। সুদ কমছে ফিক্সড ডিপোজিটেও। কিন্তু ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং ইস্যাফ স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের পরিমাণ অন্য ব্যাঙ্কগুলির থেকে অনেকটাই বেশি।

ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ কমতে থাকায় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলির দিকেই ঝুঁকছেন সাধারণ মানুষ। যেখানে একুট বেশি সুদ পাওয়া যায়। তবে এরমধ্যে সুরক্ষার দিকেও নজর রাখতে হচ্ছে। আর যদি সুরক্ষা থাকে, তাহলে যেখানে সুদের পরিমাণ বেশি সেখানেই টাকা রাখা যেতে পারে। এসবিআই-এর সেভিংসে সুদের পরিমাণ (১ কোটি টাকার নিচে) ৩.৫ শতাংশ, ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ ৬.২৫ শতাংশ।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ব্যাঙ্কের পরিচিতি দেওয়া হল, যাঁরা বেশি সুদ দিচ্ছে
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক
সেভিংস অ্যাকাউন্টে টাকা একলক্ষের নিচে হলে সুদের হার ৬ শতাংশ। একলক্ষের বেশি হলে সুদের হার ৭ শতাংশ। একবছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮ শতাংশ। বয়স্ক নাগরিক হলে সুদের হার ৮.৫ শতাংশ। ফিক্সড ডিপোজিট দুবছরের বেশি সময়ের জন্য হলে সুদের হার ৯ শতাংশ।
ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক
সেভিংস অ্যাকাউন্টে টাকা একলক্ষের নিচে হলে সুদের হার ৪ শতাংশ। একলক্ষ থেকে দশ লক্ষের মধ্যে হলে সুদের হার ৬.৫ শতাংশ। দশ লক্ষের ওপরে হলে সুদের হার ৭ শতাংশ।
ফিক্সড ডিপোজিট এক থেকে দু বছরের মধ্যে হলে সুদের হার ৯ শতাংশ। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৯.৫ শতংশ। ৮০দিন থেকে একবছরের মধ্যে হলে সুদের হার ৭.৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের জন্য এক্ষেত্রে সুদের হার ৮ শতাংশ।
উৎকর্ষ স্মল সেভিংস ফিনান্স ব্যাঙ্ক
সেভিংসে সুদের হার ৬ শতাংশ। অন্যদিকে, এফডি-তে সাধারণের জন্য সুদের হার ৮ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৮.৫ শতাংশ।