For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশু-র মতোই যত্নে রাখুন সম্পর্ককে , মেনে চলুন ছোট্ট টিপস

জীবনের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন সম্পর্ক হয়, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, কিম্বা আপনার পার্টনারের সঙ্গে। কিন্তু সবচেয়ে বেশি জটিলতা হয় এই রোমান্টিক সম্পর্কগুলিতেই।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

জীবনের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন সম্পর্ক হয়, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, কিম্বা আপনার পার্টনারের সঙ্গে। কিন্তু সবচেয়ে বেশি জটিলতা হয় এই রোমান্টিক সম্পর্কগুলিতেই।

সম্পর্ক থেকে আপনি কী চান

সম্পর্ক থেকে আপনি কী চান

সম্পর্ক থেকে আপনি কী চান, সেটা প্রথমেই ভেবে বার করতে হবে। সম্পর্কের প্রাথমিক ধাপে এটাই সবচেয়ে প্রয়োজনীয়। আপনি হয়ত পার্টনারের সম্পর্কে জড়িয়েছেন একরকম অর্থাৎ ক্যাজুয়ালি, তাহলে কিন্তু আপনার পার্টনারকে এই বিষয় গুলি কে জানিয়ে দিন। আপনার পার্টনার হয়ত সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি ভাবছেন, ভাবছেন একসঙ্গে পথ চলার কথা। তাহলে সম্পর্কের প্রথম বছরেই নিজেদের চাহিদাগুলি একে অপরকে জানিয়ে দিন। সম্পর্কের শুরুতে মিষ্টি মধুর কথা যেরকম বলবেন , সেরকমই এই বিষয়গুলি নিয়েও খোলামেলা আলোচনা সেরে নিন।

অভ্যাস করে নিন কাছে জড়িয়ে থাকার

অভ্যাস করে নিন কাছে জড়িয়ে থাকার

শারীরিক ,মানসিক, ও আবেগের ক্ষেত্রে কোনটাই আর আপনার একার নয়। আরও একজন আপনার জীবনে এসে গেছেন যিনি এটার দাবিদার। তাই অভ্যাস করে নিন একটা নতুন মানুষকে আপনার জীবনে অধিকার দেওয়ার। এতে দু'জনের সম্পর্কের মধ্যে গভীরতা বাড়বে।

যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ

যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ

একে অপরের সঙ্গে কথা বলুন, বরং বলা ভালো কমিউনিকেট করুন। এখনকার দিনে হয়ত দারুণ ব্যস্ততায় সব সময় কথা বলা সম্ভব নয়, তাহলে মেসেঞ্জারে একটা পিং করে নিন, কিম্বা হোয়াটঅ্যাপে জেনে নিন খবর। আসলে দুজন দুজনের কাছে যত নিজেকে মেলে ধরবেন ততই সুবিধা হবে এই ক্ষেত্রে।

আপোষ করুন

আপোষ করুন

হ্যাঁ যেটা পড়লেন সেটাই। আপোষ করুন বলা হচ্ছে। আসলে সব মানুষই চায় নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে। কিন্তু একবার আপনি আগে ভুল মেনে নিয়ে দেখুন না, সেটাও একটা আলাদা মাত্রা দিতে পারে। মনে হতে পারে কেন করবেন, আরে এটা সম্পর্ক, অনেকটা বাড়ির শিশুর মতো। তাকে যেরকম যত্নে লালন পালন করতে হয় , ঠিক তেমনিই সম্পর্কেও দু হাত দিয়ে আগলে রাখতে হয়।

সকলের সঙ্গে আলাপ করানোর পালা

সকলের সঙ্গে আলাপ করানোর পালা

সম্পর্কটা যখন এক বছরের কাছাকাছি টিকে গেছে তখন কিন্তু সমীকরণে আরও মানুষ ঢুকে পড়ার সময় এসে গেছে। আপনি নিজের পার্টনারকে আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন, আলাপ করিয়ে দিতে পারেন আপনার পরিবারের সঙ্গেও। কিন্তু দেখে নিন, একদম অপরিচিতমহলে মিশতে আপনার পার্টনারের যেন কোনও অসুবিধা না হয়। কারণ তাঁর স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব কিন্তু আপনার।

English summary
You are going through a special realtion almost 1 year. Now know some tips to carry forward it perfectly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X