For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই আলিঙ্গন বিব্রত না বিব্রতকর! কী বলতে চায় আমূল

স্বদেশ হোক বা আন্তর্জাতিক, সাম্প্রতিক নানা বিষয়ে তাদের মত প্রকাশ করে আমূল, তাদের আমূল গার্লের মাধ্যমে। এবারও সেই চিত্র উঠে এসেছে। সংসদে রাহুলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলিঙ্গনের চিত্র তুলে ধরা হয়েছে

  • |
Google Oneindia Bengali News

স্বদেশ হোক বা আন্তর্জাতিক, সাম্প্রতিক নানা বিষয়ে তাদের মত প্রকাশ করে আমূল, তাদের আমূল গার্লের মাধ্যমে। এবারও সেই চিত্র উঠে এসেছে। সংসদে রাহুলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলিঙ্গনের চিত্র তুলে ধরা হয়েছে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে। একইসঙ্গে প্রশ্নও তুলেছে এটা বিব্রত না বিব্রত কর।

সংসদে রাহুল-মোদীর আলিঙ্গন

সংসদে রাহুল-মোদীর আলিঙ্গন

শুক্রবার নিজের ভাষণ শেষে রাহুল বলেছিলেন, তিনি এক এক করে তাদের (নরেন্দ্র মোদী) অন্তর থেকে ভালবাসা বের করে আনবেন। একথ বলেই, নমস্কার জানিয়ে রাহুল সোজা প্রধানমন্ত্রীর আসনের দিকে চলে যান। কংগ্রেস সভাপতি শুধু হাত মেলাবেন ভেবে মোদী হাত বাড়িয়ে দেন। কিন্তু রাহুল মোদীর সামনে গিয়ে তাঁকে উঠে দাঁড়াতে অনুরোধ করেন। মোদীর হাসি তখন উধাও। তিনি হাত উল্টে কারণ জানতে চান। মোদী বসে থাকায় রাহুল নিচু হয়েই প্রধানমন্ত্রীর বুকে মাথা রেখে জড়িয়ে ধরেন।

রাহুলের পিঠ চাপড়ে দেন মোদী

রাহুলের পিঠ চাপড়ে দেন মোদী

মোদী নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে যান। খানিকটা সামলা নিজেই রাহুলকে ডেকে তাঁর পিঠ চাপড়ে দেন। যদিও নিজের বক্তব্যে রাহুলের এই আচরণকে কটাক্ষই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাঠুয়া হত্যাকাণ্ড

এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের সচেতনতা মূলক বিজ্ঞাপন তুলে ধরেছে আমূল। কাঠুয়া হত্যাকাণ্ডের সময়েও তারা ছিল সক্রিয়। সেই সময় আমূল গার্লের চোখে ছিল জল। পাশে লেখা হয় 'জারা আঁখো মে ভরলো পানি'।

বিজ্ঞাপনে বহুল চর্চিত বিষয়

বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা। বছরের পর বছর ধরে ভারতে যা করে চলেছে আমূল। সাম্প্রতিক চর্চিত বিভিন্ন বিষয়ের ওপর এই সচেতনতা প্রচার চালানো হয়।

এই মুহূর্তে দেশের বহুল চর্চিত প্রধানমন্ত্রীকে রাহুলের আলিঙ্গন। সেই বিষয়টিকে সামনে রেখেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

English summary
Amul questions hugs in the Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X