For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর উপেক্ষা সত্ত্বেও চুটিয়ে ভারত সফর উপভোগ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর, দেখুন সফরের ছবি

সরকারিভাবে উপেক্ষিত হলেও ভারতে এসে যেখানেই যান না কেন, উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন ট্রুডো। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সফরের নানা সময়ের বিশেষ মুহূর্ত।

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি হপ্তাখানেকে সফরে এদেশে এসেছেন। তবে আসা থেকে তাঁর সফর ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। কারণ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রের শীর্ষস্থানীয় কোনও মন্ত্রী। কোনওভাবে সফরের শুরু করেছেন ট্রুডো। নিজের মতো করে সপরিবার কখনও দিল্লি, মুম্বই তো কখন নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে ঘুরে বেড়িয়ে দর্শনীয় স্থানের মজা উপভোগ করছেন।

এর মাঝে একবারও মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। এমনকী ট্রুডোর ভারত সফর নিয়ে কেন্দ্র কোনও বিবৃতিও দেয়নি। কানাডা সরকার পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের পক্ষে মত দেওয়ায় কেন্দ্র এভাবে উপেক্ষা করে বিরোধিতা করতে চাইছে বলে বিশেষজ্ঞদের মত। তবে ভারতে এসে যেখানেই যান না কেন, উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন ট্রুডো। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সফরের নানা সময়ের বিশেষ মুহূর্ত।

ভারতে স্বাগত

ভারতে স্বাগত

শনিবার সপরিবারে ভারত সফরে এসেই জাস্টিন ট্রুডো স্ত্রী-ছেলেমেয়ে সহ একসঙ্গে নমস্তে জানান বিমানের দরজা খোলার পরই।

তাজ দর্শন

তাজ দর্শন

রবিবার তাজমহল দর্শনে যান কানাডার প্রধানমন্ত্রী। সেখানে সপরিবার এই আশ্চর্য সৌধের শোভা উপভোগ করেন ও সামনে বসে দাঁড়িয়ে ছবি তোলেন।

ছেলের সঙ্গে খুনসুটি

ছেলের সঙ্গে খুনসুটি

ছোট ছেলে হাদ্রিয়েনের সঙ্গে খেলায় মেতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তখন নেহাতই ভারতে আসা সাধারণ পর্যটকের দলে নাম লিখিয়েছেন। স্ত্রী সোফি, মেয়ে গ্রেস ও আর এক ছেলে জেভিয়ার তখন দর্শকের ভূমিকায়।

ভারতীয় সাজে

ভারতীয় সাজে

ভারত সফরে এসে বন্যপ্রাণের সঙ্গেও ভাবের আদানপ্রদান ট্রুডোর। ছেলেকে পরিচয় করিয়ে দিলেন হাতির সঙ্গে, দিলেন নিজের হাতে খাইয়ে।

ভারতীয় সাজে

ভারতীয় সাজে

গুজরাতের সবরমতী আশ্রম সোমবার ঘুরে দেখেন জাস্টিন ট্রুডো। একেবারে ভারতীয় সাজে নিজেদের রাঙিয়ে তোলেন কানাডার প্রধানমন্ত্রী।

ছোট্ট হাদ্রিয়েনের ভারত সফর

ছোট্ট হাদ্রিয়েনের ভারত সফর

ট্রুডোর ছোট ছেলে হাদ্রিয়েন সকলের মন জয় করে নিয়েছে। বাবা-মায়ের সঙ্গে হাত ধরে সব জায়গায় যেমন হাদ্রিয়েন ঘুরে বেড়িয়েছে, তেমনই নিজের মতো করেই ভারতকে উপভোগ করেছে।

অক্ষরধাম মন্দিরে সপরিবারে

অক্ষরধাম মন্দিরে সপরিবারে

স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছেন কানাডার প্রধানমন্ত্রী।গান্ধীনগরে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে পুজো দিয়ে বাইরে বসে সপরিবারে ফটোসেশনে কানাডার প্রধানমন্ত্রী।

তাজে স্বাগত ট্রুডো

তাজে স্বাগত ট্রুডো

মুম্বইয়ে তাজমহল প্যালেস হোটেলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে স্বাগত জানানো হয় একেবারে ভারতীয় রীতি মেনে।

ইনফোসিসের সঙ্গে বৈঠকে

ইনফোসিসের সঙ্গে বৈঠকে

মুম্বইয়ে ইনফোসিসের চেয়ারম্যান সলিল পারেখের সঙ্গে বানিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনায় জাস্টিন ট্রুডো।

টাটার সঙ্গে বৈঠকে

টাটার সঙ্গে বৈঠকে

টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

English summary
After ignored by PM Narendra Modi, Canada PM Justin Trudeau's India visit is a class to see
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X