For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিসর্জন'-এ অভিনয়, ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন জয়া এহসান

বিসর্জন ছবিতে অভিনয়ের জন্য ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। আমেরিকার ম্যাসাচুসেটস-এর 'ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি

  • |
Google Oneindia Bengali News

বিসর্জন ছবিতে অভিনয়ের জন্য ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। আমেরিকার ম্যাসাচুসেটস-এর 'ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

'বিসর্জন'-এ অভিনয়, ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন জয়া আহসান

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'বিসর্জন' মুক্তি পেয়েছিল এবছরের এপ্রিলে। ছবিটিতে জয়া এহসান ছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও অভিনয় করেছেন। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

ছবিটির লেখকও কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই বাংলাকে নিয়েই ছবিটি। বলা যেতে পারে ভারত ও বাংলাদেশের সীমান্তের প্রেমের কাহিনী নিয়েই এই ছবি। দুই বাংলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ইছামতী নদী। বাংলাদেশের অংশে ইছামতীর তীরে হিন্দু বিধবা পদ্মা অর্থাৎ জয়া এহসান। তাঁর সঙ্গে পরিচয় হয় নাসির আলি অর্থাৎ আবির চট্টোপাধ্যায়ের।

ছবি হিসেবে 'বিসর্জন' এবং ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই জয়া এহসান পুরস্কার পেয়েছেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আঞ্চলিক ভাষায় সেরা ছবি নির্বাচিত হয়েছিল এটি। আর 'ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড' -এর ক্রিটিক বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া। আর এবার 'ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এও পুরস্কার। সেখানেও সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে 'বিসর্জন'। সেরা অভিনেত্রী জয়া এহসান।

'বিসর্জন'-এ অভিনয়, ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন জয়া আহসান

আমেরিকার ম্যাসাচুসেটস-এ তৃতীয় 'ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' শেষ হয়েছে ১১ সেপ্টেম্বর। সেইদিনই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

English summary
Actress Joya Ahsan gets another prize for for his role in the film Bisorjon. This film was released in April this year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X