For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নয়, ২০১৭ সালে ভারতে সবচেয়ে বেশি আগ্রহ ছিল এই নির্বাচন ঘিরে

যোগী আদিত্যনাথের রাজ্য নিয়েই ইন্টারনেটে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অন্তত গুগল ট্রেন্ডস সেরকমই বলছে।

  • |
Google Oneindia Bengali News

সারা ভারতের নজর এখন গুজরাতের দিকে। আগামী সোমবার কাদের দখলে যাবে গুজরাত, তা নিয়ে এখন সকলের দারুণ আগ্রহ। ২২ বছর সেরাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এদিকে কংগ্রেসের সভাপতির দায়িত্ব হাতে পাওয়ার পরে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে গুজরাত নিয়ে এখন যতই বাড়াবাড়ি হোক, এবছর নরেন্দ্র মোদীর রাজ্য নয়, বরং যোগী আদিত্যনাথের রাজ্য নিয়েই ইন্টারনেটে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অন্তত গুগল ট্রেন্ডস সেরকমই বলছে।

উপরে উত্তরপ্রদেশ

উপরে উত্তরপ্রদেশ

সারা বিশ্ব ২০১৭ সালে ভারতের প্রেক্ষিতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে। অন্তত ভারতের নির্বাচনগুলির মধ্যে উত্তরপ্রদেশই সার্চে সবচেয়ে এগিয়ে রয়েছে। এমনটাই বলছে গুগল ট্রেন্ডস। ভোটে জিতে সেরাজ্যে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন।

সবচেয়ে এগিয়ে ফরাসি নির্বাচন

সবচেয়ে এগিয়ে ফরাসি নির্বাচন

সারা বিশ্বে গুগল সার্চে সবচেয়ে এগিয়ে রয়েছে ফরাসি নির্বাচন। তারপরে রয়েছে জার্মানির নির্বাচন। তারপরে যুক্তরাজ্য ইংল্যান্ডের জাতীয় নির্বাচন। এরপর চতুর্থ স্থানে রয়েছে ভারতের উত্তরপ্রদেশের নির্বাচন। সবচেয়ে বেশি এগুলিই ইন্টারনেটে সার্চ হয়েছে।

পিছিয়ে গুজরাত

পিছিয়ে গুজরাত

সম্প্রতি উত্তরপ্রদেশে পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরের সেই নির্বাচনের জেরে একধাক্কায় সার্চে গুজরাতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ। একইবছরে একবার বিধানসভার পরে পুরভোটের ধাক্কাই যোগীর রাজ্যকে এগিয়ে দিয়েছে।

সাত দফায় উত্তরপ্রদেশ ভোট

সাত দফায় উত্তরপ্রদেশ ভোট

এর পাশাপাশি উত্তরপ্রদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাতটি দফায়। যার ফলে অনেকটা বেশি সময় ধরে নির্বাচন চলেছে। যেখানে বিজেপি বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ভোটে জয়লাভ করেছে।

দ্বিতীয় মুম্বই পুরভোট

দ্বিতীয় মুম্বই পুরভোট

সবচেয়ে বেশি সার্চড নির্বাচনের মধ্যে রয়েছে বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনও। সেটি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। সেখানেও শিবসেনাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি।

আগ্রহ মধ্যপ্রাচ্যে

আগ্রহ মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহীতে উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে আগ্রহ দেখা গিয়েছে। এছাড়া কুয়েতের মতো দেশেও মানুষ উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন।

সেরা ফ্রান্স

সেরা ফ্রান্স

ফরাসি নির্বাচনে জিতে ইমানুয়েন ম্যাক্রোঁর ক্ষমতায় আসা সার্চে প্রথম স্থানে, জার্মানিতে চতুর্থবার জেতা অ্যাঙ্গেলা মার্কেলের খবর দ্বিতীয় স্থানে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র নির্বাচনে হেরে সংসদে সংখ্যাধিক্য খোয়ানো তৃতীয় সবচেয়ে সার্চড প্রসঙ্গ হিসাবে ইন্টারনেটে সার্চ করা হয়েছে।

English summary
Above Gujarat, Uttar Pradesh elections 2017 was top most-searched election in India on Google
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X