For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবাসী ভারতীয়রা কীভাবে আধার কার্ডের জন্য আবেদন করবেন?

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৪ মে : আধার কার্ড অত্যন্ত আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন়গুরুত্বপূর্ণ একটি তথ্য। তবে শুধু যে এদেশের ভারতীয়রাই আধার কার্ড পেতে পারেন না নয়। প্রবাসী ভারতীয়রাও এবার আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন়]

প্রবাসী ভারতীয়রা যদি আধার কার্ড পেতে চান তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এবং একইসঙ্গে জমা দিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। [হাতে এসে পৌঁছনোর অপেক্ষা কেন, অনলাইনে ডাউনলোড করুন আপনার ই-আধার কার্ড]

প্রবাসী ভারতীয়রা কীভাবে আধার কার্ডের জন্য আবেদন করবেন?

যে যে ধাপগুলি অনুসরন করতে হবে

একজন প্রবাসী ভারতীয়কে সেই সব তথ্য প্রদান করতে হবে যা তাদের প্রবাসী প্রমাণ করতে পারে। এছাড়াও বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং অন্যান্য সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে। বিদেশে থাকার প্রমানস্বরূপ নির্দিষ্ট প্রমাণপত্র দিতে হবে। [হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?]

বায়োমেট্রিক তথ্য

ছবি : প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে আধার কেন্দ্রে ওয়েব ক্যামের সাহায্যে আপনার ছবি নেওয়া হবে। এই ছবি আপনার বাকি সমস্ত তথ্যের সঙ্গে যুক্ত করা হবে।

১০ টি আঙুলের ছাপ : সঠিক পরিচয়ের জন্য আধাকারিকরা আপনার ১০ আঙুলের বায়োমেট্রিক স্ক্যান করাবেন। এ জন্য অবশ্য আবেদনকারীকে আধার এনরোলমেন্ট কেন্দ্রে যেতে হবে।

আইরিস : আঙুলের স্ক্যানের পাশাপাশি আপনার আইরিশও স্ক্যান করানো হবে যাতে ভবিষ্যতে কাপট্যের সম্ভাবনা না থাকে।

English summary
Aadhaar card: How can NRIs apply for one?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X