জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের উপর যৌন নিপীড়ন ও হিংসার ঘটনা বাড়ছে, দাবি রিপোর্টে
সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচারের প্রকাশিত একটি প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তন ও সার্বিকভাবে বৈশ্বিক পরিবেশের অবনতির কারণে ক্রমাগত বেড়ে চলেছে নারী ও শিশুদের উপর যৌন নিপীড়ন সহ লিঙ্গভিত্তিক সহিংসতা।

লিঙ্গভিত্তিক সহিংসতাগুলোর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, যৌন সহিংসতা, ধর্ষণ, দেহব্যবসায় বাধ্য করা, বিয়েতে বাধ্য করা, বাল্যবিবাহ। এছাড়া যেসব এলাকা প্রাকৃতিক পরিবেশজনিত ঝুঁকির মধ্যে রয়েছে সেসব স্থানে মানবপাচার বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে।
প্রতিবেদনের প্রধান লেখক কেট ওউরান জানান, ''পরিবেশের অবনমন ও বাস্তু-ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়তে থাকে মানসিক অবসাদ ফলস্বরূপ মানুষ লিঙ্গভিত্তিক সহিংসতার মত নিষ্ঠুর প্রবৃত্তিতেও জড়িয়ে পড়ে।
দক্ষিণ ও পূর্ব আফ্রিকার কয়েকটি গ্রামে জেলেরা মাছের বিনিময়ে মহিলাদের সাথে বলপূর্বক যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। এছাড়াও মহিলাদের কাঠ, জ্বালানীর অনুসন্ধানে জল আনতে দীর্ঘ মাইল হেঁটে যেতে হয় এবং তখনও তারা যৌন নিপীড়নের শিকার হয়, বলে জানা যাচ্ছে।