৮০ বছর আগেই পৃথিবীতে এসেছিল স্মার্টফোন! এক ছবিকে ঘিরে বিশ্ব জুড়ে জল্পনা
এখন চোখ পড়লেই হাতে হাতে স্মার্ট ফোন। উইকিপিডিয়া ঘাটলে দেখা যায় জাপানের এনটিটি ডকোমো প্রথম স্মার্টফোন বাজারে আনে। সালটি ছিল ১৯৯৯। একটি ছবির দৌলতে এই তথ্যই চ্যালেঞ্জের মুখে।
[আরও পড়ুন:মোবাইলের বাজার শাসন করছে কোন সংস্থা, কার বাজারে দখল বেশি, দেখুন ফটোফিচার]
অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ড সম্প্রতি ১৯৩৭ সালের একটি ছবি সামনে এনেছে। ৮০ বছরের পুরনো এই ছবিতে দেখা যাচ্ছে এক নেটিভ আমেরিকান স্মার্টফোনের মতোই একটা কিছু ধরে রয়েছেন।

শিল্পী উমাবের্তো রোমানোর 'মিস্টার পাইকন অ্যান্ড দ্য সেটিং অফ স্প্রিংফিল্ড' শীর্ষক ছবিটি ১৯৩৭ সালে আঁকা শেষ হয়। স্মিথসোনিয়ান ন্যাশনাল পোস্টাল মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই ছবির মিস্টার পিনকন আদতে স্প্রিংফিল্ড শহরের প্রতিষ্ঠাতা বিখ্যাত উইলিয়াম পিনকন। এই ছবিতে নিচের দিকে এক ব্যক্তির হাতে স্মার্টফোনের মতো কিছু একটা রয়েছে। তিনি সেলফিও তুলছেন বলে ছবিতে মনে হচ্ছে।
গত বছর অ্যাপেলের চিফ এগজিকিউটিভ টিম কুক একই ধরনের একটি তথ্য় সামনে এনেছিলেন। ১৭ শতকের একটি পেন্টিং-এ দেখা যাচ্ছে এক মহিলা হাতে আইফোনের মতো কিছু একটা ধরে রয়েছেন।
তাহলে আইফোন কবে কোথায় আবিষ্কৃত হয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।