For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির সরকারি স্কুলের ৭৪ শতাংশ পড়ুয়া বই পড়তে পারে না!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : দেশের রাজধানী দিল্লির সরকারি স্কুলের বেহাল শিক্ষাব্যবস্থার ছবি তুলে ধরলেন সেরাজ্যেরই উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। জানালেন, রাজ্যের সরকারি স্কুলের ৭৪ শতাংশ পড়ুয়াই বই পড়তে জানে না। এবিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে তিনি শিক্ষকদের আহ্বান জানিয়েছেন। [শিক্ষার লক্ষ্যপূরণে সময়ের চেয়ে ৫০ বছর পিছিয়ে ভারত, বলছে Unesco]

সিসোডিয়ার কথায়, আমি জেনে অবাক হয়েছি যে দিল্লির স্কুলের তিন-চতুর্থাংশ ছেলেমেয়ে নিজের পাঠ্য বইটুকু উচ্চারণ করে পড়তে পারে না। এব্যাপারে শিক্ষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছি। আমাদেরই দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের একাজে সাহায্য করতে হবে বলে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছেন তিনি। [আইআইটি বম্বের ৭০ শতাংশ ছাত্রছাত্রী রোজ স্নান করেন না, জানাল সমীক্ষা]

দিল্লির সরকারি স্কুলের ৭৪ শতাংশ পড়ুয়া বই পড়তে পারে না!

বিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীদের জন্য সবসময় অনুকূল পরিস্থিতি থাকে না। মানুষ জাতি, ধর্মের ভিত্তিতে লড়াইয়ে নেমে পড়ে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে এসবের ঊর্ধ্বে উঠে কাজ করে সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। [ভারতে দশম শ্রেণি পাশ করার পরই পড়াশোনায় ইতি টানে ৪৭০ লক্ষ ছেলেমেয়ে!]

মনীশ সিসোডিয়ার কথায়, আমরা সেরা চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করে চলেছি, তবে মানুষ তৈরি করতে পারছি না। এই বিষয়ে সকলকে এগিয়ে এসে যোগদানের কথাও বলেন তিনি। [ভারতের এই গ্রামের সকলে এখনও কথা বলেন সংষ্কৃত ভাষায়!]

এদিকে শিক্ষক দিবস উপলক্ষ্যে সমস্ত শিক্ষককে শুভেচ্ছা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সরকারের তরফে বহু শিক্ষককে অনুষ্ঠান করে সংবর্ধনাও দেওয়া হয়।

English summary
74% students in govt schools not able to read : Manish Sisodia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X