দেশের সবচেয়ে বড় ৫ টি সাহিত্য সম্মেলন কোনগুলো? জেনেনিন
ভারতের সাহিত্য অনুরাগীদের কথা মাথায় রেখে প্রতিবছরই দেশে একের পর এক 'লিটেরেচার ফেস্টিভাল' আয়োজিত হয়। এই সমস্ত সাহিত্য সম্মেলনে দেশ বিদেশের জ্ঞানী গুণী সাহত্যিকদের হাতের কাছে পাওয়ার সুযোগ থাকে সাহিত্য অনুরাগীদের জন্য়। এই সম্মেলন গুলি যেমন সাহিত্যিক-সাহিত্য অনুরাগীদের মধ্যে সম্পর্ক তৈরি করে ,তেমনই বাণিজ্যিক সাফল্যও এই সম্মেলন গুলিকে অনেক জনপ্রিয় করে তুলেছে।
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে একের পর এক সাহিত্য সম্মেলন বা 'লিটেরেচার ফেস্টিভাল' আয়োজিত হয়। শুধু বড়দের নয় থাকছে ছোটদেরও সাহিত্য সম্মেলন। আপনি যদি 'বই-পোকা ' হন, তাহলে এখনই জেনে নিন কোন সময়ে কোথায় কোন সাহিত্য সম্মেলন হয় ।

জয়পুর লিটেরেচার ফেস্টিভাল
ভারতে অনুষ্ঠিত এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাহিত্য় সম্মেলন। প্রায় ৫০, ০০০ মানুষের ভিড়ে ঠাসা রাজস্থানের জয়পুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসে। সম্মেলনে সলমান রুশদি, ওরহান পামুকের মতো বিশ্বের নামী সাহিত্যিকরা অংশ নেন।

স্প্রিং ফেস্টিভাল
মার্চ মাসে দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত এই সম্মেলনে যোগ দিয়েছেন জাভেদ আখতার, শোভা দে, রাস্কিন বন্ডের মত সাহিত্যিকরা।

কলকাতা লিটেরারি ফেস্টিভাল
কলকাতা শহরে সাহিত্যপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণের ক্ষেত্র এই কলকাতা লিটেরারি ফেস্টিভাল। নাগেশ কুকনুর থেকে প্য়াট্রিক ফ্রেঞ্চ এর আগে অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে। কলকাতা বইমেলার আগে, জানুয়ারি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

মুসৌরি রাইটার্স ফেস্টিভাল
এই সম্মেলনের বয়স তেমন না হলেও, জনপ্রিয়তায় কোনও সাহিত্য সম্মেলনের থেকে কিছু কম নয় মুসৌরি রাইটার্স ফেস্টিভাল। অক্টোবার মাস নাগাদ মুসৌরির মনোরম পরিবেশে এই সম্মেলনে যোগ দেওয়ার আকর্ষণেই ছুটে যান বই-প্রেমীরা।

বুকারু
এতক্ষণ তো হল বড়দের সাহিত্য সম্মেলনের কথা। এবার আসা যাক ক্ষুদে বই প্রেমীদের কথায়। জম্মু কাশ্মীরের শ্রীনগরে মে মাস নাগাদ 'বুকারু' লিটেরেচার ফেস্টিভাল আয়োজিত হয় দেশের ছোটদের নিয়ে।