For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে জাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছড়াছড়ি, বাংলায় সংখ্যাটা কত! জানলে চমকে উঠবেন

সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জাল ইঞ্জিনিয়ারিং কলেজ। মোট ২৭৭টি জাল ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সের কলেজ সারা দেশে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জাল ইঞ্জিনিয়ারিং কলেজ। মোট ২৭৭টি জাল ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সের কলেজ সারা দেশে রয়েছে। এমনটাই জানানো হয়েছে লোকসভায়। যার মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৬৬টি এমন কলেজ রয়েছে। এরপরে রয়েছে দক্ষিণের রাজ্য তেলাঙ্গানা। সেখানে জাল কলেজের সংখ্যা ৩৫টি। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যেও জাল ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা নেহাত কম নয়। এরাজ্য রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক ও পঞ্চম স্থানে রয়েছে ২২টি কলেজ।

লোকসভায় তথ্য পেশ

লোকসভায় তথ্য পেশ

লোকসভায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল সিং এক প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন। প্রশ্ন করেছিলেন এআইএডিএমকে ও বিজেপির সাংসদরা। তারই জবাবে জানানো হয়, সারা দেশে ২৭৭টি জাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে।

দক্ষিণ ভারত

দক্ষিণ ভারত

অন্ধ্রপ্রদেশে ৭টি, কর্ণাটকে ২৩টি, কেরলে ২টি, তামিলনাড়ুতে ১১টি, তেলাঙ্গানায় ৩৫টি জাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারত

পূর্ব ও উত্তর-পূর্ব ভারত

পশ্চিমবঙ্গে ২৭টি, ওড়িশায় ১টি, ঝাড়খণ্ডে ৪টি ও বিহারে ১৭টি জাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এই অংশের অন্য রাজ্যগুলিতে এমন ধরনের কোনও কলেজ নেই।

উত্তর ভারত

উত্তর ভারত

চণ্ডীগড়ে ৭টি, দিল্লিতে ৬৬টি, হরিয়ানায় ১৮টি, হিমাচলপ্রদেশে ১টি, পঞ্জাবে ৫টি, উত্তরাখণ্ডে ৩টি ও উত্তরপ্রদেশে ২২টি এমন কলেজ রয়েছে।

পশ্চিম ভারত

পশ্চিম ভারত

মহারাষ্ট্রে ১৬টি, গোয়ায় ২টি, রাজস্থানে ৩টি জাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি বাদে আর কোনও অঞ্চলে এভাবে ছাতার মতো জাল ইঞ্জিনিয়ারিং কলেজ গজিয়ে ওঠেনি।

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে

কেন্দ্রীয় মন্ত্রী জানান, যে রাজ্যে জাল কলেজ রয়েছে, সেই সরকারকেই ব্যবস্থা নিয়ে কলেজ বন্ধ করাতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও ২৪টি জাল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে ও ওয়েবসাইটে তার নিয়মিত আপডেট করা হয়।

English summary
277 fake engineering colleges in India, Delhi tops, Bengal 3rd in the list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X