For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে নয়, বিজেপির লড়াই হবে অন্য শক্তির সঙ্গে

মনে করা হচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধীর ভূমিকায় দেখা যাবে আঞ্চলিক দলগুলিকেই।

  • |
Google Oneindia Bengali News

রাজনীতিতে স্থায়ী বলে কিছু হয় না। আজ যা অসম্ভব বলে মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই বাস্তব বলে মনে হবে। ২০১৪ লোকসভা নির্বাচনের তিনমাস আগেও কেউ ভাবেননি বিজেপি কেন্দ্রে সরকার গঠন করবে। অথচ সেটাই হয়েছে। শুধু সরকার গঠন নয়, কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। আবার কেউ কি ভেবেছিলেন, সরকারে আসার চার বছরের মধ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এভাবে অনাস্থা আনতে উদ্যত হয়ে উঠবে? ঘটনা হল রাজনীতিতে সব সম্ভব। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধীর ভূমিকায় দেখা যাবে আঞ্চলিক দলগুলিকেই।

আঞ্চলিক দল লড়াইয়ে

আঞ্চলিক দল লড়াইয়ে

২০১৪ সালে কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আসে বিজেপি। তখন বিরোধীরাও কেন্দ্রের ইউপিএ-২ সরকারে বিরুদ্ধে সরব ছিল। ২০১৯ সালে এসে বিজেপির বিরুদ্ধে একদিকে যেমন কংগ্রেস লড়বে, তেমনই আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে হবে বিজেপিকে।

বিরুদ্ধে একসময়ের সঙ্গী

বিরুদ্ধে একসময়ের সঙ্গী

ইতিমধ্যে একসময়ের সঙ্গী তেলুগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেসের মতো দল সংসদে অনাস্থা এনে বিজেপিকে বার্তা দিয়ে দিয়েছে। বিরোধীদের বড় অংশ সেই ভাবনায় সমর্থন দিয়েছে।

উত্তরপ্রদেশ-বিহারে ধাক্কা

উত্তরপ্রদেশ-বিহারে ধাক্কা

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির হাত মেলানো বিজেপিকে দুটি লোকসভা ভোটে হারিয়ে ছেড়েছে। বিহারেও আরজেডির কাছে বিজেপি তথা এনডিএ জোটকে লোকসভা উপনির্বাচনে হারতে হয়েছে।

বড় চ্যালেঞ্জ বিজেপির সামনে

বড় চ্যালেঞ্জ বিজেপির সামনে

গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও কর্ণাটকে কংগ্রেস যেমন বিজেপিকে কড়া টক্কর দেবে, তেমনই শিবসেনার আঞ্চলিক দলগুলিও বিজেপিকে সমঝে দিতে তৈরি। এই ছয়টি রাজ্য মিলিয়ে ১৬৬টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে বিজেপি ২০১৪ সালে ১৪৭টি জিতেছে। তবে এবার কটি জিতবে তা নিয়ে দ্বিমত রয়েছে।

রাজ্যে রাজ্যে লড়াই

রাজ্যে রাজ্যে লড়াই

বাকী লোকসভা আসনের মধ্যে উত্তরপ্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, তামিলনাড়ু মিলিয়ে বিজেপি মাত্র ১০৭টি আসন জিতেছিল। এর মধ্যে উত্তরপ্রদেশেই বিজেপি ৭২টি আসন পায়। তা বাদ দিলে বাকী রাজ্যগুলি থেকে বিজেপির ভাঁড়ার প্রায় শূন্যই থেকেছে। আর আগামী লোকসভা ভোটেও এই রাজ্যগুলি থেকেই সবচেয়ে বেশি প্রতিরোধ আসবে।

প্রতিদ্বন্দ্বী অনেক

প্রতিদ্বন্দ্বী অনেক

উত্তরপ্রদেশে সপা, বসপা, বিহারে আরজেডি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে টিডিপি, তেলাঙ্গানায় টিআরএস, ওড়িশায় বিজেডি ঢাল হয়ে দাঁড়াবে বিজেপির সামনে। এই অবস্থায় এনডিএ-র প্রধান শরিক বিজেপি কতদূর লড়াই করে সেটাই এখন দেখার।

English summary
2019 Lok Sabha polls will be a battle between BJP and the regional parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X