For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতেই সবচেয়ে বেশি জাল নোটের রমরমা, প্রথম তিনে বাংলা, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ এনসিআরবি-র

দিল্লি ও গুজরাত মিলিয়ে দেখলে মোট উদ্ধার হওয়া জাল নোটের ৫০ শতাংশের বেশি এই দুই রাজ্য থেকেই মিলেছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে সারা দেশে কত জাল নোট ধরা পড়েছে তার রিপোর্ট পেশ করেছে এনসিআরবি। এবার থেকেই এই নতুন তথ্য যোগ করা হয়েছে। সেখানেই জানা গিয়েছে, জাল নোটের রমরমা কারবার সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। কারণ এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। দিল্লি ও গুজরাত মিলিয়ে দেখলে মোট উদ্ধার হওয়া জাল নোটের ৫০ শতাংশের বেশি এই দুই রাজ্য থেকেই মিলেছে।

৫০০-র নোট সবচেয়ে বেশি

৫০০-র নোট সবচেয়ে বেশি

তথ্য বলছে, ২০১৬ সালে মোট ২.৮২ লক্ষ জাল নোট উদ্ধার হয়েছে। যার মোট মূল্য ১৫.৯২ কোটি টাকা। এর মধ্যে অর্ধেকের বেশি নোট ৫০০ টাকার। যার মধ্যে পুরনো ও নতুন দুই ধরনের নোটই রয়েছে।

১ টাকার নোটও জাল

১ টাকার নোটও জাল

এছাড়া ৮০ হাজার ১ হাজার টাকার পুরনো নোট উদ্ধার হয়েছে। এছাড়া ২ হাজার টাকার নতুন ২২৭২টি নোট উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। যেমন সারা দেশে ২ টাকার কোনও জাল নোট পাওয়া যায়নি। তবে ১ টাকার ১৯৬টি জাল নোট উদ্ধার হয়েছে। এবং এর সবকটিই উদ্ধার হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক থেকে।

দিল্লি জাল নোট সবচেয়ে বেশি

দিল্লি জাল নোট সবচেয়ে বেশি

দিল্লিতে ১.১৪ লক্ষ জাল নোট ধরা পড়েছে। সারা দেশের মোট উদ্ধার হওয়া জাল নোটের ৪০ শতাংশ। গুজরাতে ১৪ শতাংশ ও বাংলায় মোট জাল নোটের ১২ শতাংশ উদ্ধার হয়েছে। এর বাইরে অন্য রাজ্যগুলি শতাংশের হারে অনেক পিছিয়ে রয়েছে।

ছত্তিশগড় জাল নোট মুক্ত

ছত্তিশগড় জাল নোট মুক্ত

যে রাজ্যগুলির জনসংখ্যা ১ কোটির বেশি এমন রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড়ে কোনও জাল নোট ধরা পড়েনি। এছাড়া ঝাড়খণ্ড, চণ্ডীগড়, রাজস্থান, অসম, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতেও জাল নোটের একেবারেই রমরমা কারবার নেই।

২ হাজারের জাল নোট

২ হাজারের জাল নোট

এর মধ্যে গুজরাতে আবার সবচেয়ে বেশি জাল ২ হাজার টাকার নোট ধরা পড়েছে। মোট জাল ২ হাজারের নোটের ৬০ শতাংশ গুজরাতে পাওয়া গিয়েছে। এছাড়া পাঞ্জাব, কর্ণাটক, তেলাঙ্গানার মতো রাজ্যে একশোটির বেশি জাল ২ হাজারের নোট উদ্ধার হয়েছে।

English summary
In 2016, Delhi and Gujarat accounted for more than 50% of the Fake Notes seized in the country, says NCRB data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X