For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ তিন বিধানসভা নির্বাচনে কর্ণাটকের ফলাফল কেমন ছিল, কারা ছিলেন ক্ষমতায়

কর্ণাটকে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১২ মে ভোটগ্রহণ হবে। এই অবস্থায় দেখে নেওয়া যাক গত তিনটি বিধানসভা নির্বাচনে কেমন ফলাফল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১২ মে ভোটগ্রহণ হবে। ১৫ মে ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কর্ণাটক নির্বাচন বিজেপি ও কংগ্রেস দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাব বাদে কংগ্রেসের হাতে এই একটিই বড় রাজ্যে ক্ষমতা হাতে রয়েছে। ফলে এটা টিঁকিয়ে রাখা বড় বিষয়। অন্যদিকে কংগ্রেস মুক্ত ভারতের যে ডাক বিজেপি দিয়েছে তাতে কর্ণাটক হাতিয়ে নিতে পারলে তার অনেক কাছাকাছি চলে যাওয়া যাবে। এই অবস্থায় দেখে নেওয়া যাক গত তিনটি বিধানসভা নির্বাচনে কেমন ফলাফল হয়েছে।

শেষ তিন বিধানসভা নির্বাচনে কর্ণাটকের ফলাফল কেমন ছিল, কারা ছিলেন ক্ষমতায়

২০১৩ নির্বাচনের ফল

কংগ্রেসের দখলে ছিল ১২২টি আসন। ৩৬.৬ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ক্ষমতায় আসে। আগের বারের চেয়ে ৪২টি আসন বেশি পায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া। বিজেপি পেয়েছিল ৪০টি আসন। আগের বারের চেয়ে আসন কমেছিল ৭০টি। জগদীশ শেট্টারের দল ভোট পেয়েছিল ১৯.৯ শতাংশ। এছাড়াও ৪০টি আসন পায় জেডিএস। এইচডি কুমারস্বামীর দল ভোট পেয়েছে ২০.২ শতাংশ।

শেষ তিন বিধানসভা নির্বাচনে কর্ণাটকের ফলাফল কেমন ছিল, কারা ছিলেন ক্ষমতায়

২০০৮ নির্বাচনের ফল

এইবারে ক্ষমতা দখল করে বিএস ইয়েদুরাপ্পার সরকার। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ৭৯ থেকে বেড়ে ১১০টি আসন হয় বিজেপির। কংগ্রেস ৬৫টি থেকে বেড়ে ৮০টি আসনে পৌঁছয়। এদিকে জেডিএস ৫৮টি আসন থেকে কমে ২৮টিতে পৌঁছে যায়। বিজেপির সরকারের আগে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। সেখান থেকে বিজেপি ক্ষমতা দখল করে।

২০০৪ নির্বাচনের ফল

২০০৪ সালে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি সবচেয়ে বেশি ৭৯টি আসন জেতে। কংগ্রেস জেতে ৬৫টি আসন। এদিকে জেডিএস জেতে ৫৮টি আসন। কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোটের পরে কংগ্রেস-জেডিএস জোট করে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন ধরম সিং। এই প্রথম কর্ণাটকে জোট সরকার ক্ষমতায় আসে।

English summary
From 2004 to 2013 see Karnataka Legislative Assembly election results at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X