মহারাষ্ট্রে রাজভবনের নিচে ব্রিটিশ আমলের তৈরি ১৫০ মিটার দীর্ঘ বাঙ্কারের খোঁজ
মুম্বই, ১৭ অগাস্ট : মহারাষ্ট্রের মুম্বইয়ে মালাবার হিলে অবস্থিত রাজভবনের নিচে ব্রিটিশ আমলে নির্মিত একটি ১৫০ মিটার দীর্ঘ বাঙ্কারের খোঁজ পাওয়া গিয়েছে। গত কয়েক দশক ধরে এই বাঙ্কারটি বন্ধ করে রাখা ছিল। বর্তমান রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাওয়ের তত্ত্বাবধানে এটির অস্তিত্ব খুঁজে বের করা গিয়েছে বলে জানা গিয়েছে। [ভারতের কোথায় ও কবে প্রথম উত্তোলিত হয় জাতীয় পতাকা? জানেন কি?]
রাজ্যপাল বিদ্যাসাগর রাও নিজের সহধর্মিণীকে নিয়ে এই বাঙ্কারটি ঘুরে এসেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এই বাঙ্কার ঘুরে এসে ছবি দিয়েছেন। রাজ্যপাল চেয়েছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই জায়গাটিকে সংরক্ষণ করতে। [জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি?]

তিন মাস আগে রাজ্যপাল পুরনো কর্মীদের কাছে এই টানেলের অস্তিত্বের কথা শোনেন। তারপরই উৎসুক রাজ্যপাল খোঁজখবর চালু করেন। তাঁর উৎসুক মনোভাবের কারণেই এই বাঙ্কারটির অস্তিত্ব বের করা গিয়েছে বলে রাজভবন সূত্রে খবর। ['আফস্পা' আসলে কি? যার জন্য ১৬ বছর অনশন করলেন ইরম চানু শর্মিলা!]
জানা গিয়েছে, গত ১২ অগাস্ট পিডব্লিউডি বিভাগের কর্মীরা রাজভবনের একটি দেওয়াল ভেঙে সংস্কারের কাজ করতে গিয়েই এই বাঙ্কার আবিষ্কার করেন। দেওয়াল ভাঙতেই বাঙ্কারের লোহার গেট আবিষ্কার হয়। তারপরই গোটা টানেলটি সকলের চোখে পড়ে। [আল আদনানির কোন ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের?]
এই বাঙ্কার তথা টানেলে বিভিন্ন আকারের মোট ১৩টি ঘরেরও খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। একেবারে সামনে রয়েছে ২০ ফুট উঁচু গেট। লম্বা বাঙ্কারের দুপাশে ছোট-বড় থাকার ঘর রয়েছে।
বাঙ্কারটিতে মোট ৫ হাজার স্কোয়ার ফিটের জায়গা রয়েছে। এক একটি ঘরের নাম যথাক্রমে শেল স্টোর, গান শেল, কার্টিজ স্টোর, শেল লিফট, ওয়ার্কশপ ইত্যাদি। স্বাধীনতার পর থেকে বাঙ্কারটি বন্ধ থাকলেও ব্রিটিশদের স্থাপত্য এতটাই আধুনিক ও মজবুত ছিল যে এটি এখনও অক্ষত রয়েছে।
বাঙ্কারটি এমনভাবে বানানো হয়েছে যাতে মুক্ত বাতাস ও আলো বাইরে থেকে ঢুকতে পারে। যদিও উপর থেকে বাঙ্কারটি কারও চোখে পড়বে না। ভিতরে জল বেরনোর নালাও রয়েছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্র রাজভবনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এটির আগের নাম ছিল 'গভর্মেন্ট হাউস'। এটি ১৮৮৫ সাল থেকে ব্রিটিশ গভর্নরদের বাসস্থান ছিল।