(ছবি) জনতার 'রাষ্ট্রপতি' এপিজে আব্দুল কালামের স্মরণীয় ১০ উক্তি
দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর। গত বছর এই দিনেই শিলংয়ে কলেজের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। গোটা দেশকে ভারাক্রান্ত করে চিরতরে বিদায় নিয়েছিলেন ভারতের 'মিসাইল ম্যান' তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। [(ছবি) আব্দুল কালামের সংক্ষিপ্ত জীবনী, সঙ্গে অজানা নানা তথ্য]
আজ, বুধবার ভারতে পালিত হচ্ছে ভারতের জনপ্রিয় রাষ্ট্রপতির প্রথম মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে আমরা তাঁর কিছু সেরা উক্তি পাঠকদের কাছে তুলে ধরছি। যা শুধু তরুণদের নয় বরং গোটা মানবজীবনকে অনুপ্রাণিত করে।

উক্তি ১
'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।'

উক্তি ২
জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।

উক্তি ৩
'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন
অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'

উক্তি ৪
'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।'

উক্তি ৫
'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'

উক্তি ৬
'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।'

উক্তি ৭
আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। এবং এই মহাবিশ্ব তাকেই অকাতরে দিতে প্রস্তুত, যে স্বপ্ন দেখে ও কাজ করে।

উক্তি ৮
'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।'

উক্তি ৯
আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব, শুধুমাত্র যখন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো।

উক্তি ১০
যদি একটা দেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি, তিনজন ব্যক্তি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন- বাবা, মা ও শিক্ষক।