For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের আগে মিঃ বিন-কে ঘিরে দ্বৈরথে জড়ালেন পাকিস্তান এবং জিম্বাবোয়ের সমর্থকেরা

ম্যাচের আগে মিঃ বিন-কে ঘিরে দ্বৈরথে জড়ালেন পাকিস্তান এবং জিম্বাবোয়ের সমর্থকেরা

Google Oneindia Bengali News

জমে উঠেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২। প্রতিদিনই এই টুর্নামেন্টের বিভিন্ন খবর সামনে আসছে। এই প্রতিযোগীতা যেমন ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে, তেমনই অনুশীলনের পর সঠিক খাওয়ার না থাকায় ভারতীয় ক্রিকেটারদের উঠে এসেছে খবরে। এ বার টি-২০ বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে বাক্যের সংঘাতে জড়ালেন পাকিস্তান এবং জিম্বাবোয়ের সমর্থকেরা।

বাক্যের সংঘাতে জড়ালেন জিম্বাবোয়ে এবং পাকিস্তানের সমর্থকেরা:

পাকিস্তান ক্রিকেটের টুইটার হ্যান্ডেল থেকে দলের অনুশীলনের কিছু ছবি শেয়ার করে লেখা হয় পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতিতে। এই টুইটের রিপ্লাইয়ে জিম্বাবোয়ের এক সমর্থক লেখেন, "জিম্বাবোয়ের সমর্থর হিসেবে তোমাদের ক্ষমা করব না আমরা। মিঃ বিন রোয়েনের পরিবর্তে আমাদের ভুয়ো পাক বিন দিয়েছিলে তোমরা। এই হিসেবটা বুঝে নেব আগামীকাল। প্রার্থনা করি যাতে বৃষ্টি তোমাদের বাঁতিয়ে দেয়।"

ভুয়ো মিঃ বিনের জিম্বাবোয়ে সফর:

জিম্বাবোয়ের এক সমর্থক লেখেন, "২০১৬ সালে জিম্বাবোয়েতে পারফর্ম করার জন্য একজন ভুয়ো মিঃ বিনকে টাকা দেওয়া হয়েছিল।"

বিষয়টা আসলে কী ঘটেছিল:

জানা গিয়েছে ২০১৬ সালে হারারেতে হওয়া একটি অনুষ্ঠানের দিকে আসলে নির্দেশ করতে চাইছেন জিম্বাবোয়ের সমর্থকেরা। ২০১৬ সালে আসিফ মহম্মদ নামে পাকিস্তানের এক নাগরিক জিম্বাবোয়েতে আসেন। তিনি বিখ্যাত ধারাবাহিকের চরিত্র মিঃ বিনের লুকঅ্যালাইক। বিখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসের অভিনীত মিঃ বিন চরিত্র বিশ্বের মানুষের কাছে বহুব জনপ্রিয়। পাকিস্তানের ওই ব্যক্তি একটি রোড শো করেন, একটি কেমিড নাইটে অংশ গ্রহণ করেন এবং তিনি হারারে এগ্রিকালচার শো-এও উপস্থিত ছিলেন।

জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা সমর্থকদের হুঙ্কারের মান রাখতে পারেননি:

জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা সমর্থকদের হুঙ্কারের মান রাখতে পারেননি:

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে জিম্বাবোয়ের সমর্থকরা দেখে নেওয়ার যে হুঙ্কার দিয়েছিলেন তার মান রাখতে পারেননি তাঁদের দেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে জিম্বাবোয়ে তোলে ১৩০/৮। জিম্বাবোয়ের হয়ে ৩১ রান করেছেন সিন উইলিয়ামস। ১৯ রান করে করেছেন ক্রেগ ইরভিন এবং ব্র্যাড ইভানস। ১৭ রান করেছেন ওয়েসলি মাধেভিরা।

একমাত্র কিপার হিসেবে দলে ছিলেন, তিনিও এখনও কোভিডের কবলে, ঘরের মাঠে বিশ্বকাপে বিপাকে অস্ট্রেলিয়াএকমাত্র কিপার হিসেবে দলে ছিলেন, তিনিও এখনও কোভিডের কবলে, ঘরের মাঠে বিশ্বকাপে বিপাকে অস্ট্রেলিয়া

English summary
Zimbabwe fans involved in a spat with Pakistani fans before the match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X