For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কটল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে আরভিনের জিম্বাবোয়ে

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই প্রথম খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে। আজ হোবার্টে স্কটল্যান্ডকে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ক্রেগ আরভিনের দল। এই গ্রুপ থেকে এর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিশ্চিত করে সুপার ১২-তে পৌঁছে গিয়েছিল আয়ারল্যান্ড। গ্রুপ বি-র শীর্ষে থেকে সুপার টুয়েলভে গেল জিম্বাবোয়ে।

ভারত-পাকিস্তানের গ্রুপে আরভিনের জিম্বাবোয়ে

জিতলেই সুপার ফোরে জায়গা নিশ্চিত, এই সমীকরণ সামনে থাকায় টস জিতে স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের বেশি এগোতে পারেনি রিচি বেরিংটনের দল। সাতটি চারের সাহায্যে ওপেনার জর্জ মুন্সে ৫১ বলে ৫৪ রান করেন। ক্যালাম ম্যাকলিয়ড ২৫, বেরিংটন ১৩ ও মাইকেল লিস্ক ১২ রান করেন। তেন্ডাই চাতারা ও রিচার্ড নাগারভা দুটি করে উইকেট দখল করেন। ব্লেসিং মুজারাবানি ও সিকান্দর রাজা একটি করে উইকেট দখল করেন। চাতারার বোলিং ফিগার ৪ ওভার ১ মেডেন ১৪ রানে ২ উইকেট। নাগারভা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট পান। রাজা ৪ ওভারে ২০ রান দেন।

জবাবে খেলতে নেমে ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবোয়ে। ওপেন করতে নেমে অধিনায়ক ক্রেগ আরভিন ৬টি চারের সাহায্যে ৫৪ বলে ৫৮ রান করেন। সিকান্দর রাজা তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪০ রান করেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়েছিল। ৪৩ রানে তৃতীয় উইকেটটি পড়ে। এরপর আরভিন ও রাজার পার্টনারশিপেই জয়ের ভিত তৈরি হয় জিম্বাবোয়ের।

স্কটল্যান্ড প্রথম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। জিম্বাবোয়ে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়। এরপর স্কটল্যান্ডকে হারিয়ে দেয় আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু আজ আইরিশরা ক্যারিবিয়ান বধ সারার পর জিম্বাবোয়ে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। জিম্বাবোয়ে গ্রুপ ২-তে খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে না পারাতেই ছিটকে গেল ২০২১ সালের বিশ্বকাপে চমক দেখানো স্কটল্যান্ড।

আজকের ম্যাচে দুই জয়ী দল আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের পয়েন্ট দাঁড়াল ৩ ম্যাচে ৪। কিন্তু জিম্বাবোয়ে এগিয়ে থাকল নেট রান রেটে। আরভিনের দলের নেট রান রেট দাঁড়ায় ০.২০০। সেখানে আইরিশদের নেট রান রেট ০.১০৫। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদেই গ্রুপ শীর্ষে রইল জিম্বাবোয়ে। গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে আয়ারল্যান্ড।

English summary
Zimbabwe Beat Scotland By 5 Wickets To Seal The Super 12 Spot Of T20 World Cup. Craig Ervine Has Played Captain's Knock By Scoring 58 Off 54 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X