For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিজনি স্টার-জি চুক্তি! টি ২০ বিশ্বকাপ-সহ আইসিসি ইভেন্টগুলি ৪ বছর ভারতে সম্প্রচার কোন চ্যানেলে?

  • |
Google Oneindia Bengali News

ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার বিষয়ক চুক্তিতে চমক। ২০২৪ থেকে ২০২৭ অবধি আইসিসি পুরুষদের বিশ্বকাপ (অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ-সহ)-এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের অধিকারী হয় ডিজনি স্টার। এবার সেই সংস্থা নতুন চুক্তি করল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেসের সঙ্গে। যাতে পুরুষদের ক্রিকেটে আইসিসি ইভেন্ট ভারতে সম্প্রচারের লাইসেন্স জি-কে দিল ডিজনি স্টার।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে দেখবেন কোন চ্যানেলে?

টিভির চেয়েও এখন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল মাধ্যমে। ফলে টেলিভিশনে সম্প্রচারের দায়িত্ব জি-কে দিলেও ডিজিটাল রাইটস দখলেই রাখল ডিজনি স্টার। এর ফলে ২০২৪ সালে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ-সহ পুরুষদের আইসিসি ইভেন্টগুলি দেখানো হবে জি-র চ্য়ানেলে। ডিজিটালে দেখতে চোখ রাখতে হবে ডিজনি স্টারে। তবে মহিলা ক্রিকেটের আইসিসি ইভেন্টগুলির টিভি ও ডিজিটাল মাধ্যমে সম্প্রচারের অধিকার নিজেদের দখলেই রেখেছে ডিজনি স্টার, সেটি সম্প্রচারের দায়িত্ব ভাগ করে নেয়নি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেসের সঙ্গে।

ডিজনি স্টার ও জি-র তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, ভারতে টিভি ও ডিজিটাল মাধ্যমে সম্প্রচারের স্বত্ত্ব যেভাবে এই দুই সংস্থা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে তাতে নীতিগত সম্মতি জানিয়েছে আইসিসি। ২৬ অগাস্ট জি, সোনি ও ভায়াকমকে পিছনে ফেলে ডিজনি স্টার ২০২৪ থেকে চার বছরের জন্য আইসিসি ইভেন্টগুলির টিভি ও ডিজিটাল স্বত্ত্ব কিনেছিল। এই সময়কালে রয়েছে দুটি টি ২০ বিশ্বকাপ (২০২৪ থেকে ২০২৬), ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ। পুরুষদের ক্রিকেটের এই ইভেন্টগুলি ক্রিকেটপ্রেমীরা জি-র চ্যানেলে দেখতে পারবেন।

ডিজনি স্টারের কান্ট্রি ম্যানেজার ও প্রেসিডেন্ট কে মাধবন জানিয়েছেন, ইতিমধ্যেই ডিজনি স্টার ২০২৩ থেকে ২০২৭ অবধি আইপিএল সম্প্রচারের দায়িত্বে রয়েছে। তার সঙ্গে আইসিসি ইভেন্টগুলির ডিজিটাল স্বত্ত্ব রেখে টিভি স্বত্ত্ব জি-কে দেওয়ার অন্যতম কারণ সম্প্রচারের ক্ষেত্রে দুই মাধ্যমে ভারসাম্য বজায় রাখা। গুণগত মানের নিরিখেও সেরা কভারেজ দিতে প্রত্যয়ী ডিজনি স্টার। জি-র চিফ এগজিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং ডিরেক্টর পুনীত গোয়েঙ্কা বলেন, এই চুক্তি ভারতে স্পোর্টিং বিজনেসের ক্ষেত্রে তীক্ষ্ণ ও স্ট্র্যাটেজিক ভিশনকেই সামনে আনল। ২০২৭ অবধি পুরুষদের ক্রিকেটে বিশ্বকাপ-সহ নানা আইসিসি ইভেন্ট শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ভালোভাবেই সম্প্রচার করতে চাইছে জি। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের রিটার্নও যাতে ভালো হয় সেই বিষয়টি চূড়ান্ত করতে যাবতীয় পরিকল্পনা সেরে নেওয়া হবে। আইসিসি ও ডিজনি স্টারের সঙ্গে হাত মিলিয়ে টিভির দর্শকদের কাছে দারুণভাবেই ক্রিকেটের কভারেজ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে জি।

English summary
Zee Will Broadcast ICC Men's And Under-19 Tournaments In India For The 2024-27 Cycle. Disney Star Retains The Digital Rights For The Same Events.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X