For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেও মন খারাপ চহালের

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেও মন খারাপ চহালের

Google Oneindia Bengali News

মুম্বই ইন্ডিয়ান্সরে বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর সফলতম দলের বিরুদ্ধে ২৩ রানে জয় পয়েছে রাজস্থান। রোহিত শর্মার দলের বিরুদ্ধে মরু শহরের এই দলের সাফল্যের প্রধান কারিগর জস বাটলার (১০০)।

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেও মন খারাপ চহালের

রাজস্থানের ১৯৩/৮ রানের জবাবে মুম্বইয়ের ইনিংস থমকে যায় ১৭০/৭ রানে। এই জয়ের ফলে পর পর দুই ম্যাচে জিতল রাজস্থান রয়্যালস। দলের জয়ে উচ্ছ্বসিত হলেও কিছুটা মন খারাপ রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহালের। এই ম্যাচে দুই উইকেট পেয়েছেন চহাল। ১৬ নম্বর ওভারে পর পর দুই বলে তিনি তুলে নেন টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামসকে। তবে, এই ম্যাচে বহু কাঙ্খিত হ্যাটট্রিকটি পেতে পারতেন যুজবেন্দ্র চহাল। হ্যাটট্রিক বলে স্লিপে দাঁড়ানো করুণ নায়ারের হাতে সহজ ক্যাচ গিয়েছিল। কিন্তু সেই অমূল্য সুযোগ হারিয়ে ফেলেন নায়ার।

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেও মন খারাপ চহালের

কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক পাওয়ার সোনার সুযোগ হাত ছাড়া হয়ে কিছুটা খারাপ লাগা রয়ে গিয়েছে চহালের। কিন্তু দল জেতায় চহাল হ্যাটট্রিক হাতছাড়া করার বিষয়নি বেশি ভাবতে চান না। ম্যাচের শেষে তিনি বলেন, "কিছা খারাপ লেগেছিল (হ্যাটট্রিক হাতছাড়া হওয়ায়), কিন্তু ঠিক আছে। এটা খেলার অঙ্গ। সব থেকে বড় বিষয় হল আমরা জিতেছি। আমি যদি হ্যাটট্রিকটা পেতাম তা হলে আরও ভাল হতো। আমি কখনও হ্যাটট্রিক করিনি।" এই ম্যাচে তাঁর কী পরিকল্পনা ছিল সেটাও খোলসা করেছেন চহাল। তিনি বলেন, "নতুন ব্যাটার এলেই আমা তাঁকে গুগলি দেব কারণ পিচে টার্ন এবং বাউন্স দু;টিই ছিল। এটাই ছিল পরিকল্পনা। আমি প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। দল কী চাইছে, আমি ডট বলের কথা ভাবব নাকি উইকেটের জন্য যাব।"

সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বর্তমানে লিগ টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। অপর দিকে, বেশ বিপাকে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরা পর পর দুই ম্যাচে হেরে নিজেদের উপর চাপ বাড়িয়ে ফেলেছে।

English summary
Yuzvendra Chahal is bit unhappy after he lost the chance to claim first hat trick in his career. He did everything right but Karun Nair’s dropped catch denied him three wickets in a row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X