For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরাজের বোলিং আর সঞ্জুর ক্ষিপ্রতার প্রশংসায় চাহাল! ভারতীয় স্পিনারের জন্মদিনে অন্তরঙ্গ ছবি পোস্ট ধনশ্রীর

Google Oneindia Bengali News

যুজবেন্দ্র চাহালের আজ ৩২তম জন্মদিন। ঠিক তার আগের দিনই ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত তিন রানে হারিয়েছে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কাল। গতকালের ম্যাচে চাহাল ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন তিন উইকেট। প্যাভিলিয়নে ফেরান ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েলকে।

চাহাল ফাঁস করলেন সিরাজকে শেষ ওভারে ডাকার রহস্য!

ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওভারে জেতার জন্য করতে হতো ১৫ রান। ক্রিজে ছিলেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। স্নায়ুযুদ্ধে অবশ্য দলকে জয় এনে দেয় মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুজবেন্দ্র চাহাল বলেন, আমাদের বিশ্বাস ছিল সিরাজ শেষ ওভারে জয় নিশ্চিত করতে পারবেন। তিনি যেভাবে ভালো ইয়র্কার ফেলতে পারেন সেটাই আমাদের আত্মবিশ্বাসের কারণ ছিল। আগের দুটি ওভারেও তিনি একটা বা দুটি ইয়র্কার ফেলতে গিয়ে মিস করেছেন। ফলে আত্মবিশ্বাস তো ছিলই, কিন্তু যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছিল তাতে চাপও অনুভব করছিলাম। ওয়াইড বলটিতে যে ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে উইকেটকিপার সঞ্জু স্যামসন আরও বেশি রান বাঁচিয়ে দেন, সেটাই আমাদের আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দেয়।

জসপ্রীত বুমরাহ না থাকলেও ভারতের তরুণ বোলিং আক্রমণ একেবারেই চাপে ছিল না বলেই দাবি করেছেন চাহাল। তাঁর কথায়, সব ক্রিকেটারই অনেক ম্যাচ খেলেছেন, অভিজ্ঞতা রয়েছে আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার। ফলে আমাদের বোলিং আক্রমণকে অনভিজ্ঞ বলা যাবে না। নিজের বোলিং প্রসঙ্গে চাহাল বলেন, বল পুরানো হলে তা ঘুরিয়ে ব্যাটারদের পরাস্ত করতে পারব, এই বিশ্বাস ছিল। লেগ সাইডের বাউন্ডারি ছোট থাকায় আমি লাইন পরিবর্তন করছিলাম এবং ব্যাটারের শরীরের থেকে কিছুটা দূরে বল ফেলছিলাম। কভার অঞ্চল দিয়ে যাতে ব্যাটাররা শট খেলতে প্রলুব্ধ হন সেটাই লক্ষ্য ছিল।

৪০ ওভারের পরেও দুই ওভার বল করেছেন চাহাল। যেভাবে তিনি বোলিং করেন তাতে তাঁর আত্মবিশ্বাসও বেড়েছে। নিজের ভূমিকা সম্পর্কেও সচেতন চাহাল। সেইমতো নেটে অনুশীলন করেন এবং কোচেদের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে কথাবার্তাও বলে থাকেন।

এদিকে, চাহালের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান সতীর্থ থেকে আইপিএল দলগুলি, এমনকী ক্রিকেটপ্রেমীরা। গত টি ২০ বিশ্বকাপে চাহাল ভারতীয় দলে ছিলেন না। এবার বিশ্বকাপের দলে থেকে যাতে তিনি দেশকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অবদান রাখতে পারেন, সেই মনোবাসনা পূর্ণ হবে বলেই অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। চাহালের স্ত্রী ধনশ্রী যে অন্তরঙ্গ ছবি পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তা মন জয় করেছে ক্রিকেট-ভক্তদের।

English summary
Yuzvendra Chahal Is Celebrating His 32nd Birthday, Fans Are Wishing Him With Messages. He Hails The Performance Of Mohammed Siraj In The First ODI Against West Indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X