For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মাটিতে বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন, কোন তরুণের কথা বলছেন যুবরাজ সিং?

  • |
Google Oneindia Bengali News

আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। নিউজিল্যান্ডে সিনিয়রদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছিল। টি ২০ সিরিজে জিতলেও একদিনের সিরিজে পরাস্ত হয় মেন ইন ব্লু। শুভমান গিলের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হলেও তিনি একদিনের সিরিজে খেলেন। তবে বাংলাদেশ সফরের দলে তারকারা ফেরায় ব্রাত্যই থেকে গিয়েছেন গিল।

কোন তরুণের উচ্ছ্বসিত প্রশংসা যুবরাজের?

ভারত গতকাল মীরপুরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। উইকেটকিপার হিসেবে খেলে পাঁচে নামা লোকেশ রাহুল করেন ৭০ বলে সর্বাধিক ৭৩ রান। রোহিত শর্মা ৩১ বলে ২৭ এবং অপর ওপেনার শিখর ধাওয়ান ১৭ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। আপাতত রোহিত ও শিখরই ওপেন করছেন। ফলে জায়গা হচ্ছে না শুভমান গিলের। যদিও তিনি এই ফরম্যাটে চলতি বছর ভালো ফর্মে রয়েছেন। এ বছর ১২টি ম্যাচে ৭০.৮৮ গড় রেখে তিনি ৬৩৮ রান করেছেন। একটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। নিউজিল্যান্ড একটি হাফ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন।

রোহিত যেহেতু আগামী বছরের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, সেক্ষেত্রে তিনি যে ওপেন করবেনই তা নিয়ে সংশয় নেই। এই পরিস্থিতিতে শিখর ধাওয়ানের সঙ্গেই মূল লড়াই হবে শুভমান গিলের। শুভমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তিনি বলেন, শুভমান ভালো খেলছেন। ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। আমি বিশ্বাস করি ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করতে নামার জোরালো দাবিদার শুভমান। উল্লেখ্য, ২০১৯ সালে অবসর নেওয়ার পর থেকে পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে যুবিকে। করোনা লকডাউন চলাকালীন যুবরাজের সঙ্গে থেকে ট্রেনিং চালিয়ে গিয়েছেন গিল।

যুবির কথায়, শুভমান কঠোর পরিশ্রমী। সব কিছুই ঠিকঠাক করছেন। আগামী ১০ বছর তিনি নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। যুবরাজ জানিয়েছেন, তিনি সব ধরনের খেলাধুলোর বিকাশের কাজেই নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত। ক্রিকেট-সহ ক্রীড়া প্রশাসকের ভূমিকায় আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

English summary
Yuvraj Singh Believes Shubman Gill Strong Contender To Open For India In 2023 ODI World Cup. Gill Did Not Get A Chance In The Indian Squad For Bangladesh Tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X