For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২০ : টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় এক ভারতীয়

ফিরে দেখা ২০২০ : টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় এক ভারতীয়

  • |
Google Oneindia Bengali News

শেষ হতে চলা ২০২০ সালে করোনা ভাইরাসের আবহে দুর্দান্ত কিছু টি-টোয়েন্টি মোকাবিলা দেখেছে ক্রিকেট বিশ্ব। একই সঙ্গে ব্যাটসম্যানদের ঝকঝকে পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। তারই প্রেক্ষিতে চলতি বছরে এই ফর্ম্যাটে সবচয়ে বেশি রান এসেছে কোন কোন ক্রিকেটারের ব্যাট থেকে, তা দেখে নেওয়া যাক। তালিকায় রয়েছেন এক ভারতীয় ব্যাটসম্যানও।

কামরান খান

কামরান খান

ক্রিকেট বিশ্বে নবাগত কাতারের ব্যাটসম্যান কামরান খান তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৭.৮৫-এর গড়ে ৩৩৫ রান করেছেন কামরান। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৫.০৮।

টিম সেইফার্ট

টিম সেইফার্ট

তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২০২০ সালে টি-টোয়েন্টিতে ৩৫২ রান করেছেন। ১১টি ম্যাচ খেলে এই রান সংগ্রহ করেছেন কিউয়ি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৪।

দাউদ মালান

দাউদ মালান

আইসিসি-এর টি-টোয়েন্টি ক্রম তালিকার শীর্ষ অবস্থান করা ইংল্যান্ড ওপেনার দাউদ মালান বছর শেষে রানের নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৯.৬২-এর গড়ে ৩৯৭ রান করেছেন মালান। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৯।

কেএল রাহুল

কেএল রাহুল

শেষ হতে চলা ২০২০ সালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৪০৪ টি-টোয়েন্টি রান হাঁকানো কেএল রাহুল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ২০২০ সালের আইপিএলে ৬৭০ রান করে তিনি কমলা টুপিও জেতেন।

মহম্মদ হাফিজ

মহম্মদ হাফিজ

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে মাত্র আটটি টি-টোয়েন্টি ইনিংস খেলে ৪১৫ রান করেছন হাফিজ। অপরাজিত ৯৯ তাঁর সর্বোচ্চ স্কোর।

শামির পরিবর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরাজ ও সাইনি, পাল্লা ভারী কোন বোলারের?শামির পরিবর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরাজ ও সাইনি, পাল্লা ভারী কোন বোলারের?

English summary
Year ender : Top 5 batsmen with most runs in T20s
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X