For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: এক ঝলকে এই বছরে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলি

ফিরে দেখা ২০২২: এক ঝলকে এই বছরে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলি

Google Oneindia Bengali News

শেষ হতে চলা ২০২২ সাল ক্রিকেট প্রেমীদের অনেক কিছুই উপহার দিয়েছে, যা দীর্ঘ দিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ ব্যর্থতার পর এই বছরে যেমন ফর্মে ফিরেছেন বিরাট কোহলি তেমনই বছরের শেষ প্রান্তে ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরান উপহার দিয়েছেন ঈশান কিষান। এই প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নিন ২০২২ সালে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলি।

ঈশানের দ্বি-শতরান:

ঈশানের দ্বি-শতরান:

চট্রগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে সুযোগ পেয়েই ঝলসে উঠেছিলেন ঈশান কিষান। ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে ২৪ বছরের এই ক্রিকেটার ওডিআই ফরম্যাটে দ্রুততম দ্বি-শতরান করার নজির গড়েন। চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্বি-শতরান করেন ঈশান। পাশাপাশি ওডিআই ক্রিকেটে দ্বি-শতরান করা সব থেকে কমবয়সী ক্রিকেটার হয়েছেন ঈশান।

টি-২০ ক্রিকেটে সূর্যের দাপট:

টি-২০ ক্রিকেটে সূর্যের দাপট:

এই বছরটা সূর্যকুমার যাদবের টি ২০ ক্রিকেটে উথ্থানের বছর হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। এই বছরে টি ২০ ক্রিকেটে নিজেকে সর্বকালের সেরার স্তরে নিয়ে যেতে পারেছেন সূর্য। ৩১ ইনিংসে ১১৬৪ রান এসেছে এই ডানহাতি বিস্ফোরক ব্যাটসম্যানের থেকে, যার মধ্যে রয়েছে দুইটি শতরান এবং নয়টি অর্ধ-শতরান। সূর্যকুমার যাদবের অধিকাংশ ইনিংসই ভারতের জয়ের রাস্তা প্রসস্থ করেছে।

বিরাটের ৭২তম শতরান:

বিরাটের ৭২তম শতরান:

ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরান করার ফলে এই বছরটা যেমন স্মরণীয় থাকবে তেমনই স্মরণীয় থাকবে বিরাট কোহলির ৭২তম আন্তর্জাতিক শতরানের কারণেও। এই বছর ওডিআই ক্রিকেটে ৪৪তম শতরানটি করেন বিরাট কোহলি। এই শতরানের দৌলতে রিকি পন্টিংকে সর্বমোট শতরানের বিচারে ছাপিয়ে যান বিরাট। রিকি পন্টিংয়ের মোট শতরান রয়েছে ৭১টি। এক মাত্র সচিন তেন্ডুলকরের থেকে পিছনে রয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক সচিন।

বিরাটের প্রথম আন্তর্জাতিক টি ২০ শতরান:

বিরাটের প্রথম আন্তর্জাতিক টি ২০ শতরান:

এই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা কাটান বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটে শতরান করে ১০২১ দিন শতরান না পাওয়ার খরা কাটান কোহলি। পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে এই শতরানটি ছিল বিরাটের কেরিয়ারে প্রথম টি ২০ শতরান।

ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে ওডিআই ম্যাচে ৬ উইকেট:

ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে ওডিআই ম্যাচে ৬ উইকেট:

ইংল্যান্ড সফরে প্রথম ওডিআই ম্যাচে দ্য ওভালে নজরি তৈরি করেন জসপ্রীত বুমরাহ। তাঁর স্পেনে মাত্র ১৯ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন বুমরাহ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট হল অর্জন করেন বুমরাহ। বুমরাহের দুর্ধর্ষ স্পেলে ইংল্যান্ড উড়ে গিয়েছিল খরকুটোর মতো। ম্যাচটি ভারত জিতেছিল ১০ উইকেটে।

ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের না থাকা মেনে নিতে পারছেন না সমর্থকেরা,সামাজিক মাধ্যমে একের পর এক টুইট গব্বরকে ঘিরেওডিআই সিরিজে শিখর ধাওয়ানের না থাকা মেনে নিতে পারছেন না সমর্থকেরা,সামাজিক মাধ্যমে একের পর এক টুইট গব্বরকে ঘিরে

English summary
Year Ender 2022: Top 5 memorable moments in Indian cricket in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X