ফিরে দেখা ২০২০ : ফিঁকে ভারত-অস্ট্রেলিয়া! টেস্ট উইকেটে তবে কাদের জয়জয়কার!
করোনা ভাইরাসের আবহেও ২০২০ সালে দুর্দান্ত কিছু টেস্ট ম্যাচ প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। শেষ হতে চলা এই বছরে লাল বলের ক্রিকেটে প্রাধান্য কায়েম করেছে মূলত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তুলমামূলক কম টেস্ট ম্যাচ খেলা ভারত ও অস্ট্রেলিয়া অতিমারী বিধ্বস্ত বছরে টেস্টে সেভাবে দাঁত ফোটাতে পারেনি। ফলে ২০২০ সালে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও জয়জয়কার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডেরই।

শীর্ষে ব্রড
২০২০ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। শেষ হতে চলা বছরে আটটি টেস্ট ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। ৩১ রান দিয়ে নেওয়া ৬ উইকেট চলতি বছর তাঁর সেরা স্পেল। ২০২০-তেই টেস্ট কেরিয়ারে ৫০০টি উইকেট হাসিল করেছেন ব্রড।

দ্বিতীয় সাউদি
নিউজিল্যান্ডের টিম সাউদি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার পাঁচ ম্যাচ খেলে ৩০টি উইকেট নিয়েছেন। সেরা স্পেল ৩২/৫।

তৃতীয় জেমিয়েসন
তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তরুণ ফাস্ট বোলার কাইল জেমিয়েসন ২০২০ সালে পাঁচটি টেস্ট খেলে ২৫টি উইকেট নিয়েছেন। টেস্টে তাঁর সেরা স্পেল ৩৪/৫।

চতুর্থ অ্যান্ডারসন
ইংল্যান্ডের প্রবীণ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে তিনি ৬টি টেস্ট খেলে ২৩টি উইকেট নিয়েছেন। ৪০ রান দিয়ে নেওয়া ৫ উইকেট অ্যান্ডারসনের সেরা স্পেল।

পঞ্চম বোল্ট
নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট শেষ হতে চলা বছরে টেস্টে পাঁচ ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা স্পেল ২৮/৪।

ষষ্ঠ ওকস
তালিকার ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের ক্রিস ওকস ২০২০ সালে ৬টি টেস্ট ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন। তাঁর সেরা স্পেল ৫০/৫।

সপ্তম স্টোকস
ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। ২০২০ সালে সাতটি টেস্ট ম্যাচ খেলে তিনি ১৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা স্পেল ৪৯/৪।

অষ্টম ওয়াগনার
নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার নিল ওয়াগনার ২০২০ সালে পাঁচটি টেস্ট ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন। তালিকার অষ্টম স্থানে থাকা এই ফাস্ট বোলারের সেরা স্পেল ৬৬/৪।

নবম ইয়াসির
পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার ইয়াসির শাহ তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন। পাঁচটি টেস্ট ম্যাচ খেলে তিনি ১৮টি উইকেট নিয়েছেন। সেরা স্পেল ৫৮/৪।

দশম গ্যাব্রিয়াল
তালিকার দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার গ্যাব্রিয়েল ২০২০ সালে পাঁচটি টেস্ট ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা স্পেল ৭৫/৫।

ভারত ও অস্ট্রেলিয়া
অনেক পিছিয়ে থাকলেও ভারতের হয়ে ২০২০ সালে টেস্টে ১৪টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। মাত্র চারটি ম্যাচ খেলেছেন ভারতীয় ফাস্ট বোলার। সেরা স্পেল ৫৬/৪। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স তিনটি টেস্ট ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন। সেরা স্পেল ২১/৪।

রাজনীতির ময়দানে জল্পনা অব্যাহত রেখে, বছরশেষে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সৌরভ