For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছর ভর বাইশ গজে বোলিং দাপট ভারতের, ২০১৯ এর ভারত সেরা কারা দেখে নিন

বছরভর বাইশ গজে বোলিং দাপট ভারতের, ২০১৯ এর ভারত সেরা কারা দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

মহম্মদ শামি থেকে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদব! বছরভর বাইশ গজে ভারতীয় বোলিং দাপটের কিছু পরিসংখ্যান।

২০১৯ সালে টেস্ট ক্রিকেটে ভারতের সেরা তিন পেসার।

বাবার কোলে

বাবার কোলে

দীপিকা একেবারে ছোটবেলা থেকেই বাবার বাধ্য মেয়ে ছিলেন। আজও তাই আছেন। বাবা প্রকাশ পাড়ুকোনই তাঁর সবচেয়ে ভালো বন্ধু। [বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন]

মহম্মদ শামি

মহম্মদ শামি

এবছর ৮টি টেস্ট ম্যাচে খেলেছেন ডানহাতি এই পেসার। এই ৮ ম্যাচে শামি ৩৩টি উইকেট নিয়েছেন। ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম টেস্টে ৩৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন শামি। সব মিলিয়ে এবছর ৮ টেস্টে খেলে শামি ৩৩ উইকেট পেয়েছেন। একবারই ৫ উইকেট শিকার করেছেন।

দীপিকা

দীপিকা

এখন যতটা সুন্দর দেখতে তিনি, ছোটবেলাতেও ততটাই মিষ্টি দেখতে ছিলেন দীপিকা। হাসিটা যেন একেবারে একইরকম রয়েছে। [জেনে নিন বলিউড তারকাদের আসল নাম]

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

এবছর ৬টি টেস্ট খেলে ইশান্ত শর্মা ২৫টি উইকেট পেয়েছেন। এবছর ২ বার পাঁচটি করে উইকেট পেয়ছেন ইশান্ত।

বাবা-মায়ের সঙ্গে

বাবা-মায়ের সঙ্গে

ছোটবেলার স্মৃতি শতত সুখের। এই ছবিগুলি দেখে নিশ্চয়ই এটাই স্বগতোক্তি করে থাকেন দীপিকা।

উমেশ যাদব

উমেশ যাদব

এবছর ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন উমেশ যাদব। ৪টেস্টে ২৩ টি উইকেট পেয়েছেন উমেশ। একবার ৫ উইকেট পেয়েছেন উমেশ।

গোটা পরিবার

গোটা পরিবার

দীপিকার বাবা মায়ের সঙ্গে রয়েছে তাঁর বোনও। সবমিলিয়ে এটাই দীপিকার সম্পূর্ণ পরিবার।

২০১৯ সালে ওডিআইয়ে ভারতের সেরা বোলার কারা...মহম্মদ শামি

২০১৯ সালে ওডিআইয়ে ভারতের সেরা বোলার কারা...মহম্মদ শামি

২১টি ওডিআই ম্যাচ খেলে এবছর শামি ৪২ টি উইকেট পেয়েছেন। পাঁচ উইকেট শিকার ৩ বার।

ছোট্ট দীপিকা

ছোট্ট দীপিকা

সাইকেলে চেপে গোটা গোটা চোখে তাকিয়ে রয়েছে দীপিকা। ছোট্ট দীপিকা খেলতেও কিন্তু খুব ভালোবাসতেন। বাবার মতোই ব্যাডমিন্টনের ভক্ত ছিলেন দীপিকা।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার

এবছর ১৯টি ওডিআই খেলে ৩৩ উইকেট পেয়েছেন। ৫ উইকেট শিকার ২ বার।

বন্ধুদের সঙ্গে

বন্ধুদের সঙ্গে

বন্ধু ছাড়া ছোটবেলা সম্পূর্ণ হয় না। দীপিকার ক্ষেত্রেও তা হয়নি। পরিবার-বন্ধুবান্ধব মিলে ছোটবেলা বেশ মজায়ই কেটেছে দীপিকার।

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

ওডিআইয়ে এবছরের সেরা তিন বোলারের মধ্যে থাকবেন কুলদীপ যাদব। ২৩টি ওডিআই খেলেছেন কুলদীপ। পেয়েছেন ৩২ উইকেট। পাঁচ উইকেট শিকার দুবার।

স্কুল অ্যালবাম

স্কুল অ্যালবাম

বেঙ্গালুরুতে সোফিয়া গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন দীপিকা। সেখানে পড়াশোনার পাশাপাশি ব্যাডমিন্টনেও হাত পাকিয়েছিলেন তিনি। পরে অবশ্য পুরোপুরি মডেলিংয়ে চলে আসেন তিনি। সেখান থেকে অভিনয় জগতে পা রাখেন দীপিকা।

টি-টোয়েন্টি ভারতের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকারী

টি-টোয়েন্টি ভারতের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকারী

১) ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে দীপক চাহার
২) ৯ ম্যাচে ৮ উইকেট নিয়ে দুই নম্বরে যুজবেন্দ্র চাহাল
৩) ৯ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিন নম্বরে ভুবনেশ্বর কুমার।

পারিবারিক অ্যালবাম

পারিবারিক অ্যালবাম

সিনেমা জগতে প্রবেশ করার পরে নিজের বাবা-মা-বোনের সঙ্গে দীপিকা। এটাই পুরো পাড়ুকোন পরিবার।

English summary
Year Ender 2019: Top bowlers for india in all 3 formats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X