For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৯: স্মিথ থেকে ওয়ার্নার, আর্চার ও ইংল্যান্ড, বছরের সেরা চার 'চরিত্র'

২০১৯ সালে ক্রিকেট আলোচনায় সবচেয়ে বেশি চর্চায় ছিলেন স্টিভ স্মিথ, ইংল্যান্ড ও জোফরা আর্চার। একনজরে তিন ক্রিকেটারের বছর কেমন গেল দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালে ক্রিকেট আলোচনায় সবচেয়ে বেশি চর্চায় ছিলেন স্টিভ স্মিথ, ইংল্যান্ড ও জোফরা আর্চার। একনজরে ক্রিকেটের এই তিন চরিত্র কেন বছরভর আলোচনার কেন্দ্রে ছিল দেখে নেওয়া যাক।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়

২০১৯ সালে শাপমুক্তি। অতীতে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি। এবার ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি জিতল ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ফাইনালে বাউন্ডারি কাউন্ট নিয়মে নিউজিল্যান্ডকে হারায় ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে ৪৪ বছর পর প্রথমবারের জন্য পঞ্চাশ ওভারে চ্যাম্পিয়ন হয় ব্রিটিশ দল।

 টেস্টে স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তন

টেস্টে স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তন

বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। এরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ দিয়ে টেস্ট আঙিনায় ফেরেন স্মিথ-ওয়ার্নার। অ্যাসেজ সিরিজের চার টেস্টের ৭ ইনিংস খেলে ৭৭৪ রান হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ার মন জয় করে নেন স্মিথ।

ব্র্যাডম্যানকে টপকে গেলেন ওয়ার্নার

ব্র্যাডম্যানকে টপকে গেলেন ওয়ার্নার

অ্যাসেজ সিরিজে ব্যাটে দাগ কাটতে না পারলেও বছর শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনশো রান হাঁকান ওয়ার্নার। ৩৩৫ রানে অপরাজিত থাকেন ডেভিড। এই ইনিংস হাঁকানোর সুবাদে টেস্টে এক ইনিংসে ব্যাডম্যানের সর্বোচ্চ ৩৩৪ রানের কীর্তি টপকে যান ওয়ার্নার।

জোফরা আর্চার

জোফরা আর্চার

ইংল্যান্ডের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে টুর্নামেন্টে দেশের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছিলেন। ফাইনালের থ্রিলার লড়াইয়ে সুপার ওভারে নিউজিল্যান্ডকে ১৫ রানের গণ্ডির মধ্যে বেধে রেখেছিলেন। এরপর অ্যাসেজ টেস্ট সিরিজে স্মিথের সঙ্গে তাঁর ক্রিকেটীয় ডুয়েল ছিল দেখার মতো। বল হাতে স্মিথকে আহত করেছিলেন আর্চার।

English summary
Year Ender 2019: Steve Smith to david Warner, England's CWC win to archer, top cricketer of 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X