For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২০: আইপিএলের মঞ্চে এবছর সেরা পারফর্ম্যান্স যাঁদের

ফিরে দেখা ২০২০: আইপিএলের মঞ্চে এবছর সেরা পারফর্ম্যান্স যাঁদের

  • |
Google Oneindia Bengali News

ফিরে দেখা ২০২০। বছর শেষে ক্রিকেটারদের পারফর্ম্যান্স গ্রাফ নিয়ে বিশ্লেষণে বসলে এবছর নতুন তারকাদের পাশাপাশি পুরনো তারকাও দারুণ ক্রিকেট খেললেন। করোনার মাঝে এবার বিদেশের মাটিতে আইপিএল আয়োজন হয়। সৌরভের অধীনের আমিরশাহীর তিন মাঠে আইপিএল হয়েছে। সেখানেই কারা সেরা ক্রিকেট খেলে নজর কেড়েছিলেন, একনজরে দেখে নেওয়া যাক।

লোকেশ রাহুল

লোকেশ রাহুল

১৩ তম আইপিএলে ১৪ ম্যাচ শেষে রাহুল ৬৭০ রান হাঁকিয়ে মরসুম শেষ করেন। আইপিএল ২০২০তে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জাতীয় দলের তারকা ক্রিকেটার দাপটের সঙ্গে শীর্ষস্থানে থেকে কমলা টুপির মালিক হন রাহুল। টুর্নামেন্টে আরসিবির বিরুদ্ধে ৬৯ বলে ১৩২ রান রাহুলের ব্যাটে সর্বোচ্চ সংগ্রহ।

দেবদূত পড়িক্কল

দেবদূত পড়িক্কল

আইপিএলে অভিষেক মরসুমেই টুর্নামেন্টে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার জেতেন পড়িক্কল। কুড়ি বছরের বাঁ-হাতি ক্রিকেটার আরসিবির জার্সিতে আইপিএল অভিষেকেই হাফ সেঞ্চুরি হাঁকান। যারপর তাঁকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে ছিল। মরসুম জুড়ে হতাশ করেননি পড়িক্কল। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে ওপেন করতে নেমে কর্ণাটকের বাঁ-হাতি ক্রিকেটার ১৫ ম্যাচ খেলে ৪৭৩ রান হাঁকান। মরসুমে ব্যাট হাতে পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পড়়িক্কল। পড়িক্কলের সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান।

টি নটরাজন

টি নটরাজন

মরুশহরের আইপিএলে সানরাইজার্সের হয়ে বোলিংয়ে আলো কাড়েন টি নটরাজন। তাঁর ইয়র্কার ব্যাটসম্যানদের হাঁটু কাঁপায় ও ক্রিকেট বিশ্লেষক ও বোদ্ধাদের মন ভরিয়েছিল। আইপিএল ২০২০তে ১৬ ম্যাচ খেলে ১৬ উইকেট পেয়েছেন নটরাজন। আইপিএলের ভালো পারফর্ম্যান্সের সুবাদে ডনের দেশে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। যেখানে একটি ওডিআই ও ৩টি টি২০ খেলে ৪ ম্যাচ শেষে নটরাজন ৮টি উইকেট পেয়েছেন।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

আইপিএলে এবছর রেকর্ড গড়েন শিখর ধাওয়ান। টুর্নামেন্টের ১৩ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিরল নজির গড়েন ধাওয়ান। টুর্নামেন্টের শেষদিকে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ধাওয়ান টানা ২ ম্যাচে যথাক্রমে ১০১* ও ১০৬* রান হাঁকান।

আইপিএলের মোট রোজগারে পিছিয়ে বিরাট-রোহিত, এগিয়ে কোন তারকা?আইপিএলের মোট রোজগারে পিছিয়ে বিরাট-রোহিত, এগিয়ে কোন তারকা?

English summary
Year eder 2020: From Rahul to Shikhar Dhawan, Cricketers who lit up in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X