For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙল ৮২ বছরের পুরনো রেকর্ড! বিরল কৃতিত্বের অধিকারী হলেন এই পাক স্পিনার

পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহ ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটের দ্রুততম ২০০ উইকেট শিকারী হলেন। 

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহ টেস্ট ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন। বৃহস্পতিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই তিনি এই বিরল রেকর্ড গড়েন। এটি তাঁর ৩৩ তম টেস্ট ম্য়াচ। বিস্ময়কর হল তিনি এই ক্ষেত্রে ভাঙলেন এক ৮২ বছরের পুরনো রেকর্ড।

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয় স্পিনার ক্লেরি গ্রিমেটের দখলে। ১৯৩৬ সালে, অর্থাত দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে তিনি ৩৬টি টেস্টে ২০০ উইকেট শিকার করেছিলেন। এরপর থেকে বেশ কয়েকজন বোলার তাঁর রেকর্ড ভাঙার কাছাকাছি পৌঁছলেও অক্ষতই ছিল তাঁর এই কীর্তি। একনদে দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২০০ উইকেট শিকার করার তালিকায় থাকা প্রথম ৫ বোলার কারা।

ইয়াসির শাহ (পাকিস্তান, ৩৩ টেস্ট)

ইয়াসির শাহ (পাকিস্তান, ৩৩ টেস্ট)

গত কয়েক বছরে পাকিস্তানের হয়ে টেস্টে ইনিংসের পর ইনিংস গাদা গাদা উইকেট শিকার করেছএন এই ৩২ বছর বয়সী লেগ স্পিনার। বিশেষ করে আবু ধাবি ও শারজায়, যেই দুই মাঠকে আপাতত পাকিস্তান তাদের হোম গ্রাউ্ড হিসাবে ব্যবহার করে, সেখানকার পিচ তাঁর বোলিং-এর জন্য একেবারে মানানসই। ১০০ টেস্ট উইকেট দখলের ক্ষেত্রেও তিনি দ্রুততমদের তালিকায় ২ নম্বরে আছেন।

ক্লেরি গ্রিমেট (অস্ট্রেলিয়া, ৩৬ টেস্ট)

ক্লেরি গ্রিমেট (অস্ট্রেলিয়া, ৩৬ টেস্ট)

গ্রিমেটের জন্ম নিউজিল্যান্ডে হলেও তিনি টেস্ট খেলেন অস্ট্রেলিয়ার হয়ে। মোট ৩৭ টি টেস্টে তিনি ২১৬টি উইকেট নিয়েছিলেন। দলে তাঁর জুড়িদার ছিলেন আরেক লেগ স্পিনার বিল ও'রায়লি। তিনি ২৭ টেস্টে ১৪৪ উইকেট নিয়েছিলেন। তখনকার দিনে অস্ট্রেলিয়া দলের এই জোড়া স্পিন ফলা প্রতিপক্ষ ব্যটসম্য়ানদের ত্রাস ছিল।

আর অশ্বিন (ভারত, ৩৭ টেস্ট)

আর অশ্বিন (ভারত, ৩৭ টেস্ট)

একটুর জন্য গ্রিমেটের রেকর্ড ভাঙতে পারেননি আর আশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিনি ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে ৬৪ টেস্টে ৩৩৬টি উইকেট দখল করেছেন।

ডেনিস লিলি (অস্ট্রেলিয়া) ও ওয়াকার ইউনিস (পাকিস্তান, ৩৮ টেস্ট)

ডেনিস লিলি (অস্ট্রেলিয়া) ও ওয়াকার ইউনিস (পাকিস্তান, ৩৮ টেস্ট)

দুজনেই নিজ নিজ দেশে জোরে বোলার হিসাবে কিংবদন্তি হয়ে আছেন। তাঁরা দুজনেই ২০০ উইকেট দখল করেছিলেন ৩৮টি টেস্ট খেলে। লিলি শেষ পর্যন্ত ৭০ টেস্টে ৩৫৫ উইকেট পান, আর ইউনিস ৮৭ টেস্ট খেলে দখল করেছিলেন ৩৭৩ উইকেট।

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা, ৩৯ টেস্ট)

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা, ৩৯ টেস্ট)

দারুণ গতি, দুর্দান্ত নিয়ন্ত্রণ, পিচ থেকে সুইং ও বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা - একজন জোরে বোলারের যা যা গুণ থাকতে পারে, তার সবই রয়েছে ডেল স্টেইনের তুনে। চোট কাটিয়ে তিনি এখন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত তিনি ৮৮ টেস্টে ৪২১টি উইকেট নিয়েছেন।

English summary
Pakistani leg-spinner Yasir Shah has become the quickest to take 200 Test wickets, breaking a 82-year-old record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X