For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন ও দ্রাবিড় 'স্যার'-এর থেকে এই মন্ত্র বিশ্বকাপে কাজে দিয়েছে, বললেন যশস্বী

সচিন ও দ্রাবিড় 'স্যার'-এর থেকে এই মন্ত্র বিশ্বকাপে কাজে দিয়েছে, বললেন যশস্বী

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন।ব্যাটে সেমিফাইনালে শতরান, ফাইনালে ৮৮। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪০০ রান হাঁকিয়ে যুব বিশ্বকাপে সেরা যশস্বী জয়সওয়াল। কোন মন্ত্রে এমন ক্রিকেট, এবার সেই নিয়ে মুখ খুলেছেন ভারতীয় যুব দলের ওপেনার।

সচিন-দ্রাবিড়ের পরামর্শ

দেশে ফিরে সাক্ষাৎকারে যশস্বী বলেছেন,'সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় স্যারের পরামর্শ ক্রিকেটার হিসেবে বড় রান পেতে সবসময় সাহায্য করেছে। দুই কিংবদন্তি আমায় বলেছেন মুখে নয় ব্যাটে জবাব দিতে শেখ।'

স্লেজিং নিয়ে কী বললেন যশস্বী

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুই দলের স্লেজিং সবাই দেখেছে। সেখানে শুরুতে ভারতের উইকেট পেলেই বাংলাদেশের ক্রিকেটাররা বারে বারে স্লেজিং শুরু করেছে। সাক্ষাৎকারে নিজের মন্তব্যে যশস্বী জুড়েছেন, 'দুই কিংবদন্তির পরামর্শ মেনেই আমি কোনও স্লেজিংয়ের বিরুদ্ধে উত্তর দিইনি। পাল্টা আমি উইকেটে টিঁকে থেকে ব্যাটিং করে যাওয়ায় মনসংযোগ করেছি।'

ফাইনালে যশস্বীর ব্যাটে ভারত লড়াই দেয়

বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে যশস্বী জয়সওয়াল ১২১ বলের ধৈর্য্যশীল ব্যাটিং করে ৮৮ রান হাঁকিয়ে দলকে টেনে তোলেন। যশস্বীর ব্যাটে ভর করেই ভারত ফাইনালে ১৭৭ রান তুলে লড়াই দেয়। যার জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ উইকেটে লড়াই জিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়।

রবি বিষ্ণোইকে নিয়ে কী বললেন যশস্বী

ব্যাটে ৪০০ রান হাঁকিয়ে যশস্বী যেমন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, ঠিক তেমনই বল হাতে ভেল্কি দেখিয়ে ১৭টি উইকেট নিয়ে প্রতিপক্ষদের নাড়িয়ে দিয়েছেন বিষ্ণোই। ফাইনালে ৪ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। বিষ্ণোইয়ের এমন পারফর্ম্যান্স নিয়ে যশস্বী বলেন, 'গোটা টুর্নামেন্টে বিষ্ণোই দারুণ বোলিং করেছেন। ফাইনালে বিষ্ণোই নিজের সেরাটা দিয়েছে। আমরা সবাই ওর পাশে ছিলাম। সবাই ওকে মাথা ঠান্ডা রেখে সঠিক জায়গায় বোলিং করে যাওয়ার কথা বলি। '

English summary
Yashasvi jaiswal reveals what Sachin Tendulkar & Rahul Dravid advice him to be calm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X