For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন ঋদ্ধিমান সাহা, কাঁধে উঠতে চলেছে এই গুরুদায়িত্বও

ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন ঋদ্ধিমান সাহা, কাঁধে উঠতে চলেছে এই গুরু দায়িত্বও

Google Oneindia Bengali News

দীর্ঘ মন কষাকষির পর অবশেষে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) থেকে অনাপত্তি পত্র নিয়ে নিয়েছেন তারকা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক- ব্যাটসম্যানকে ঘরোয়া ক্রিকেটে এ বার থেকে খেলতে দেখা যাবে ত্রিপুরার হয়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ঋদ্ধিমানকে নেওয়ার বিষয়ে তাঁর সম্মতি আদায় করে ফেলেছে, এমনটাই খবর।

ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন ঋদ্ধিমান সাহা, কাঁধে উঠতে চলেছে এই গুরু দায়িত্বও

এিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কিশোর দাস সংবা সংস্থা পিটিআই-কে বলেছেন, "আমরা সাহার সঙ্গে কথা বলেছি এবং উনি আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছেন। সিনিয়র দলের মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি, তরুণদের উৎহাসিত করবেন।" কিশোর আশা করেন ঋদ্ধিমান ১৫ জুলাইয়ের মধ্যে ত্রিপুরার হয়ে খেলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই করে দেবেন।

ত্রিপুরা ক্রিকেটের অন্যতম শীর্ষ কর্তা মনে করেন, ঋদ্ধিমান সাহাকে সই করাতে পারলে ত্রিপুরার ক্রিকেটাররা উপকৃত হবে। তিনি বলেছেন, "তাঁকে অধিনায়ক করা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা পরে ঠিক হবে। ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি খেলবেন সাহা।"

ENG vs IND: কোন কোন কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও এজবাস্টন টেস্ট হারতে হল ভারতকেENG vs IND: কোন কোন কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও এজবাস্টন টেস্ট হারতে হল ভারতকে

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ৯টি ওডিআই খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ১৩৫৩ টেস্ট রান। তিনটি শতরান রয়েছে সাহার, অর্ধ-শতরান ছয়টি। টেস্টে তাঁর সর্বোচ্চ ১১৭ রান। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঋদ্ধিমানের। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১২২টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত এবং লিস্ট এ ম্যাচ খেলেছেন ১০২টি।

English summary
Wriddhiman Saha to join Tripura Cricket association to play domestic cricket. He is likely to sign for Tripura by 15th July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X