For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি টেস্টে শামিকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী ঋদ্ধিমান সাহার

গোলাপি টেস্টের বল গড়ানোর অপেক্ষা। শুক্রবার ২১ নভেম্বর ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট। সেই টেস্টে ভারতের তুরুপের তাস মহম্মদ শামি।

  • |
Google Oneindia Bengali News

গোলাপি টেস্টের বল গড়ানোর অপেক্ষা। শুক্রবার ২১ নভেম্বর ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট। সেই টেস্টে ভারতের তুরুপের তাস মহম্মদ শামি। ভারতের এই স্পিডস্টারকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন সতীর্থ ঋদ্ধিমান সাহা

গোলাপি বলে শামির অতীতের পারফর্ম্যান্স

এই ইডেনে বছর তিন আগে(২০১৬ সালে) গোলাপি বলে খেলেছেন শামি। সিএবি সুপার লিগের ফাইনাল ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে পিঙ্ক বলে চার দিনের ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন শামি। যার মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

শামিকে নিয়ে কী বললেন ঋদ্ধি

গোলাপি বলের সেই ম্যাচে শামির সঙ্গে একই দলে ছিলেন ঋদ্ধিমান। দুই ক্রিকেটারই মোহনবাগান দলের হয়ে ম্যাচ খেলেছিলেন। ইডেনে গোলাপি বলে দিন রাতের ম্যাচের আগে সেই শামিকে নিয়ে প্রশাংসা করলেন ঋদ্ধিমান। পাপালি বলেন, 'এই মুহূর্তে শামি যে বিধ্বংসী ফর্মে রয়েছে, তাতে যে কোনও উইকেটে যে কোনও বলে ও আগুনে গতিতে বিপক্ষকে ছাড়খাড় করে দিতে পারে।'

সঙ্গে ঋদ্ধি জুড়েছেন, 'গোলাপি বলে ভারতীয় পেসাররা কেমন সুইং করে সেটা দেখার, কিন্তু উমেশ-শামি ও ইশান্তের জুটি যে ফর্মে রয়েছে,তাতে বিপক্ষ দলকে এই ত্রয়ী অনায়াসেই সমস্যায় ফেলতে চলেছে।'

শামির বর্তমান ফর্ম

শামির বর্তমান ফর্ম

এই মুহূর্তে বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন শামি। ইন্দোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নিয়েছেন। যারপর ফর্মের বিচারে তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার বলেছেন ডেল স্টেইন। অন্যদিকে শামিকে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি পেসার মার্শালের সঙ্গে তুলনা করেছেন সুনীল গাভাসকর।

English summary
Wriddhiman Saha says, Shami can be deadly with any ball, on any wicket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X