For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের নীরবতায় অবাক ঋদ্ধিমান, দ্রাবিড়ের কোন পরামর্শকে অগ্রাহ্যের পথে সুপারম্যান সাহা?

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চেয়েছেন জাতীয় নির্বাচকরা। তাই বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা। পূজারা রঞ্জিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য করলেও, মুম্বইয়ের হয়ে শতরান করেছেন রাহানে। ঋদ্ধি ও ইশান্ত রঞ্জি খেলছেন না।

বাদ পড়া ক্রিকেটাররা অবগত

বাদ পড়া ক্রিকেটাররা অবগত

জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মার দাবি, শ্রীলঙ্কা সিরিজে যে এই ক্রিকেটারদের খেলানো হবে না তা তাঁদের জানানো হয়েছিল। রঞ্জি ট্রফি খেলারও পরামর্শ দেওয়া হয়েছিল। ঋদ্ধি কেন রঞ্জি খেলছেন না সেটা তিনি বা সিএবি ভালো বলতে পারবেন। কেন ঋদ্ধিমানকে টেস্ট দলে রাখা হয়নি নির্বাচকদের সেই সিদ্ধান্ত জনসমক্ষে আনার প্রশ্ন নেই। তবে তরুণ ক্রিকেটারদের আমরা এই সিরিজে দেখে নিতে চাইছি। বাদ পড়া ক্রিকেটারদের দলে কামব্যাকের সম্ভাবনাও উড়িয়ে দেননি চেতন। কিন্তু রঞ্জি না খেললে ক্রিকেটাররা যে ম্যাচ ফিট রয়েছেন সেটা নির্বাচকরা বুঝতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বয়সের কথা ভেবে ক্রিকেটারদের বাদ দেওয়া হয়নি বলেও দাবি চেতনের।

ঋদ্ধিকে সরিয়ে ভরত

ঋদ্ধিকে সরিয়ে ভরত

ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে কেএস ভরতকে। বাদ পড়ে স্বাভাবিকভাবেই হতাশ ঋদ্ধি। তবে লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নন। তিনি আজ বলেছেন, টিম ম্যানেজমেন্টের তরফে আমাকে জানানো হয়েছে আপাতত আমার কথা দলের পরিকল্পনায় নেই। ভারতীয় দলের সেট-আপে থাকা অবধি এটা আমি প্রকাশ্যে বলতে পারিনি। এমনকী ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও আমাকে অবসরের বিষয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সৌরভের নীরবতায় অবাক

সৌরভের নীরবতায় অবাক

ফিটনেস ও কিপিংয়ের মান নিয়ে কোনও সংশয় না থাকলেও বাদ পড়তে হয়েছে। ঋদ্ধিমানকে অবাক করছে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নীরবতাও। ঋদ্ধি বলেছেন, কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পেইন কিলার খেয়ে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলি। তখন সৌরভ গঙ্গোপাধ্যায় হোয়াটসঅ্যাপে আমাকে অভিনন্দন জানান। এমনকী তিনি আমাকে আশ্বস্ত করেন, যতদিন তিনি বিসিসিআইয়ে রয়েছেন ততদিন চিন্তার কিছু নেই। বোর্ড সভাপতির কাছ থেকে এমন বার্তা আমার আত্নবিশ্বাস বাড়িয়েছিল। কিন্তু সব কিছু কীভাবে এত দ্রুত বদলে গেল সেটাই বুঝতে পারছি না।

আইপিএলও যথেষ্ট নয়

আইপিএলও যথেষ্ট নয়

ভারতীয় দলে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটকে যে নির্বাচকরা প্রাধান্য দেন সে কথা মনে করিয়ে দিয়েছেন চেতন। তারপরও ঋদ্ধি কেন রঞ্জি খেলছেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সিএবি-ও নীরব। ঋদ্ধি ব্যক্তিগত কারণে রঞ্জি খেলবেন না বলে জানিয়ে এসেছিলেন সিএবি সভাপতিকে। অনেকেই বিশ্রাম নেন, তাই তাঁর বিশ্রাম নেওয়ায় দোষের কিছু নেই বলেই মনে করেন ঋদ্ধি। কিন্তু টিম ম্যানেজমেন্টের যা মনোভাব তাতে ঋদ্ধিকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে বলে মনে করছেন না বেশিরভাগ বিশেষজ্ঞই। হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের হয়ে ঋদ্ধি অবশ্য নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। তবুও ভারতীয় দলের হয়ে আর তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

নির্বাচকদের ভাবনা

শুধু ঋদ্ধিই নন, হার্দিক পাণ্ডিয়াকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ও টি ২০ সিরিজের দলে ফেরানো হয়নি। ১০০ শতাংশ ফিট না হলে অলরাউন্ডার হার্দিককেও যে দলে নেওয়া হবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন চেতন শর্মা। রোহিত শর্মার ফিটনেস নিয়ে সংশয় থাকার পরও তাঁকে টেস্ট অধিনায়ক করা অনেককেই অবাক করেছে। যদিও নির্বাচক প্রধানের দাবি, রোহিতই দেশের ১ নম্বর ক্রিকেটার। পরবর্তী অধিনায়কদের তাঁর নেতৃত্বে খেলিয়েই গ্রুম করানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

English summary
Wriddhiman Saha Says He Is Not Thinking About Retirement Though Being Advised By Dravid. BCCI President Sourav Ganguly's Silence Pained The Superman From Siliguri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X