For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার হাতে তুলে দেওয়া হল রাজীব গান্ধী খেলরত্ন সম্মান

বৃহস্পতিবার ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার হাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার হাতে রাজীব গান্ধী খেলরত্ন সম্মান তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোর্য়াটারে পুনিয়ার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার হাতে তুলে দেওয়া হল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার

২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবসের দিন পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নেওয়ার কথা ছিল। যদিও ব্যক্তিগত কারণে ঐ দিন উপস্থিত থাকতে না পারায় এদিন ভারতীয় কুস্তিগীরের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। খেলরত্ন পদকের পাশাপাশি পুনিয়াকে ৩২ লাখ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের হয়ে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন পুনিয়া। টুর্নামেন্টে কুস্তির ৬৫ কেজি বিভাগে লড়বেন তিনি। ভারতের হয়ে এই বিভাগে পদক জয়ের অন্যতম দাবীদার পুনিয়া। প্রসঙ্গত চলতি বছরে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

একনজরে কুস্তিতে পুনিয়ার আন্তর্জাতিক সাফল্য

দেশের হয়ে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমস সোনা জিতেছেন পুনিয়া। আগে ২০১৪ সালে এই টুর্নামেন্টে রুপো জিতেছিলেন।

এছাড়া ২০১৮ এর গোলকোস্ট কমনওয়েলথে সোনা জিতেছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে সোজা সোনা রয়েছে।অন্যদিকে কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে, ২০১৮ সালে ৬৫ কেজি বিভাগে রুপো, ২০১৩ সালে ৬০ কেজিকে ব্রোঞ্জ ও ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

English summary
wrestler Bajrang Punia receives Khel Ratna from Sports Minister Kiren Rijiju
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X