For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: কীভাবে ২ ফাইনালিস্টকে বেছে নেওয়া হবে, ভারতের সম্ভবনা কতটা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: কীভাবে ২ ফাইনালিস্টকে বেছে নেওয়া হবে, ভারতের সম্ভবনা কতটা

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। এরপর টি-২০ সিরিজ খেলে ১৭ ডিসেম্বর থেকে অজিভূমে টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে ভারতের জয় এসেছিল। যার পর এবার পিঙ্ক বল টেস্ট এবং বদলার টেস্ট সিরিজ এই দুই শিরোনামে চার টেস্টের সিরিজ এখন খেলার দুনিয়ায় অন্যতম আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

সেই সঙ্গে অতিমারি কালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্কও ঘোরাফেরা করছে। কোভিড সংকেটের কারণে দীর্ঘ সময় ক্রিকেট বন্ধ ছিল। যেকারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত টেস্ট সিরিজ স্থগিত রাখা হয়েছিল। এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণের বিকল্প রাস্তা খুঁজতে শুরু করেছে আইসিসি।

ফাইনাল কবে

ফাইনাল কবে

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হলে সেই সময়ের মধ্যে যাবতীয় দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন সম্ভব হবে না। সেই কারণেই আইসিসি প্রাথমিকভাবে অতিমারির জন্যে পরিত্যক্ত হওয়া সিরিজগুলিকে ড্র ঘোষণা করতে চায়। সেই মতো সংশ্লিষ্ট দলগুলিকে পয়েন্ট ভাগাভাগি করে দিতে চেয়েছিল আইসিসি।

কীভাবে দুই ফানালিস্ট নির্ধারণ করা হবে

কীভাবে দুই ফানালিস্ট নির্ধারণ করা হবে

কিন্তু এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তগ্রহণ হয়নি। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরে অন্য একটি সম্ভাবনাটা উঁকি দিতে শুরু করেছে। যেখানে পয়েন্ট সংগ্রহের শতাংশের নিরিখে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হতে পারে । অর্থাৎ জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে পর্যন্ত পয়েন্ট সংগ্রহের শতাংশের নিরিখে যে দুই দলে এগিয়ে থাকবে তারাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

পয়েন্ট টেবিলে ভারত কোথায়

পয়েন্ট টেবিলে ভারত কোথায়

ভারত এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৪টি সিরিজে ভারত ৭৫ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ৩টি সিরিজে ৮২.২২ শতাংশ হারে পয়েন্ট ঘরে তুলে পয়েন্ট টেবিলে শীর্ষে অস্ট্রেলিয়া।

তিন ও চার নম্বরে কারা

তিন ও চার নম্বরে কারা

লড়াইয়ে ইংল্যান্ড দল ৬০.৮৩ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে ও নিউজিল্যান্ড দল ৫০.০০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। এই দুই সিরিজের উপরই ভাগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে থাকার ভাগ্য নির্ধারণ করছে।

আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপানো দামী ফুটবলার কারাআইএসএলে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপানো দামী ফুটবলার কারা

English summary
World Test Championship finalists to be decided after percentage of points earned: Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X