For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস ফাইনাল শেষে প্রথমবার বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

LIVE ফাইনালের মহারণে দুই ল্যান্ড, প্রস্তুত ঐতাহাসিক লর্ডস

  • |
Google Oneindia Bengali News

ইংরেজ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচে তিন উইকেট নিলেন লিয়াম প্ল্যাঙ্কেট ও ক্রিস ওকস। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও জোফ্রা আর্চার। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বাঁ-হাতি ওপেনার হেনরি নিকোলস। উইকেটরক্ষক টম লাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন যথাক্রমে ৪৭ ও ৩০ রান করেন। বিশ্বকাপ জিততে ৫০ ওভারে ইংল্যান্ডকে ২৪২ রান তুলতে হবে। কিউই-দের বোলিং শক্তির দিকে তাকিয়ে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

https://bengali.oneindia.com/news/cricket/world-cup-live-mega-final-between-england-and-new-zealand-097899.html

Newest First Oldest First
12:00 AM, 15 Jul

সুপার ওভারেও একই রান উঠল। তবে ইংল্যান্ড জিতে গেল বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপ জিতল ইংরেজরা।
11:58 PM, 14 Jul

শেষ বলে চাই ২ রান।
11:57 PM, 14 Jul

চতুর্থ বলেও এল ২ রান। শেষ ২ বলে চাই ৩ রান।
11:56 PM, 14 Jul

তৃতীয় বলে এল ২ রান। শেষ ৩ বলে চাই ৫ রান।
11:56 PM, 14 Jul

দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন নিশম। শেষ ৪ বলে চাই ৭ রান।
11:55 PM, 14 Jul

প্রথম বলে এল ২ রান। ১ বল শেষে নিউজিল্যান্ড তুলল ৩ রান।
11:54 PM, 14 Jul

প্রথম বল ওয়াইডে এল ১ রান। ৬ বলে আর ১৫ চাই নিউজিল্যান্ডের।
11:51 PM, 14 Jul

রান তাড়া করতে নামল কিউয়িরা। ইংল্যান্ডের বোলার হলেন জোফ্রা আর্চার। দুই ব্যাটসম্যান হলেন মার্টিন গাপটিল ও জিমি নিশম।
11:45 PM, 14 Jul

৬ বলে নিউজিল্যান্ডের চাই ১৬ রান।
11:45 PM, 14 Jul

ষষ্ঠ বলে এল ৪ রান। ১ ওভার শেষে ইংল্যান্ড তুলল ১৫ রান।
11:44 PM, 14 Jul

পঞ্চম বলে বাটলার নিলেন ২ রান।
11:43 PM, 14 Jul

চতুর্থ বলে ১ রান এল বোল্টের বলে।
11:43 PM, 14 Jul

তৃতীয় বলে চার মারলেন স্টোকস।
11:42 PM, 14 Jul

দ্বিতীয় বলে এল ১ রান।
11:41 PM, 14 Jul

প্রথম বলে স্টোকস নিলেন ৩ রান।
11:41 PM, 14 Jul

শুরু হল সুপার ওভার। ক্রিজে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান বেন স্টোকস ও জস বাটলার। বোলার ট্রেন্ট বোল্ট।
11:31 PM, 14 Jul

একই স্কোরে শেষ হল দুই দলের ইনিংস। বিশ্বকাপ ফাইনাল গড়াল সুপার ওভারে।
11:30 PM, 14 Jul

শেষ বলে ইংল্যান্ডের জয়ের জন্য চাই ২ রান।
11:22 PM, 14 Jul

রুদ্ধশ্বাস ফাইনালে কোনওক্রমে বাঁচলেন স্টোকস। তবে শেষ বলে নিশম জোফ্রা আর্চারের উইকেট নিয়ে অষ্টম উইকেটের পতন ঘটালেন। শেষ ৬ বলে ইংল্যান্ডের চাই ১৫ রান।
11:19 PM, 14 Jul

১০ রানে ফিরলেন লিয়াম প্ল্যাঙ্কেট। ৯ বলে চাই ২২ রান। ইংল্যান্ড ২২০/৭।
11:14 PM, 14 Jul

শেষ ১২ বলে চাই ২৪ রান। ৪৮ ওভার শেষে ইংল্যান্ড ২১৮/৬।
11:10 PM, 14 Jul

৪৭ ওভার শেষে উঠল ২০৮/৬। অনবদ্য বোলিং লকি ফার্গুসনের। ১০ ওভারে ৫০ রান দিয়ে নিলেন ৩ উইকেট।
11:06 PM, 14 Jul

লকি ফার্গুসনের বলে আউট ক্রিস ওকস। ইংল্যান্ড ২০৩ রানে হারাল ষষ্ঠ উইকেট।
11:04 PM, 14 Jul

৪৬ ওভার শেষে ইংল্যান্ড ২০৩/৫। ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস ৫৬ রানে ক্রিজে রয়েছেন।
10:59 PM, 14 Jul

৪৫ তম ওভার শেষ হল। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস ওকস।
10:58 PM, 14 Jul

ফার্গুসনের বলে ৫৯ রানে ফিরলেন জস বাটলার। ইংল্যান্ড ৪৪.৫ ওভারে ১৯৬ রানে ৫ উইকেট হারাল।
10:52 PM, 14 Jul

বাটলার ও স্টোকস দুজনেই অর্ধশতরান করে ফেললেন। ৪৪ ওভার শেষে উঠল ১৮৯ রান ৪ উইকেটের বিনিময়ে।
10:47 PM, 14 Jul

৪৩ ওভারের শেষে উঠল ১৮৩/৪। শেষ ৭ ওভারে চাই ৫৯ রান।
10:45 PM, 14 Jul

ইংল্যান্ড ১৭৭/৪ তুলল ৪২ ওভারের শেষে।
10:40 PM, 14 Jul

৪১ ওভার শেষে উঠল ১৭৩/৪।
READ MORE

English summary
World Cup Live : All set for mega Final between England and New Zealand in Lords.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X