For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে বড় জয় ভারতের

১৯৯৯ বিশ্বকাপের মতো এবারও ভারত-পাকিস্তান মহারণকে ঘিরে ফুটছে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড।

  • |
Google Oneindia Bengali News

ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ হলেও পরে আবার শুরু হয়। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। এই ম্যাচে হিটম্যানের করা ১৪০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ। আবার কেএল রাহুলের সঙ্গে রোহিতের ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ। ৬২ বলে ৭১ রানে ব্যাট করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মহম্মদ আমিরের বল ব্যাটে না লাগা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান বিরাট। নিজের সিদ্ধান্তে নিজেই ক্ষুব্ধ হন ভারত অধিনায়ক। ৭৮ বলে ৫৭ রান করেন ভারতীয় ওপেনার কেএল রাহুলও। পাকিস্তানের হয়ে অসাধারণ বল করা মহম্মদ আমির নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে বড় জয় ভারতের

Newest First Oldest First
11:57 PM, 16 Jun

শেষ হল ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ পাকিস্তান হারল ৮৯ রানে। বড় জয় টিম ইন্ডিয়ার। শেষ অবধি ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ২১২ রান।
11:54 PM, 16 Jun

বুমরার ওভার শেষে পাকিস্তান। শেষ ৬ বলে চাই ৯৪ রান।
11:50 PM, 16 Jun

চাহালের ওভারে ক্যাচ মিস করলেন কেএল রাহুল। এল ১৪ রান। শেষ ১২ বলে পাকিস্তানের চাই ১০৬ রান।
11:48 PM, 16 Jun

শেষ ১৮ বলে পাকিস্তানের চাই ১২০ রান।
11:48 PM, 16 Jun

৩৭ তম ওভারে বুমরা-র বলে এল ১০ রান। পাকিস্তান ১৭২/৬।
11:43 PM, 16 Jun

৩৬ তম ওভারে এল মাত্র ৬ রান। পাকিস্তান ১৭২/৬।
11:34 PM, 16 Jun

প্রায় ঘণ্টাখানেক পর ফের শুরু হচ্ছে খেলা। ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট ৩০২ রান। ফলে পাকিস্তানে নামার আগেই ম্যাচ হেরে বসে রয়েছে।
10:48 PM, 16 Jun

ফের নামল বৃষ্টি। খেলা বন্ধ। তবে ৩৫ ওভার শেষে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত ৮৬ রানে এগিয়ে রয়েছে। ফলে খেলা না হলে সরাসরি ভারতকে জয়ী ঘোষণা করা হবে।
10:42 PM, 16 Jun

৩৫ তম ওভারে এল মাত্র ১ রান। পাকিস্তান ১৬৬/৬ তুলে ধুঁকছে।
10:39 PM, 16 Jun

বিজয় শঙ্করের বলে আউট হলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
10:38 PM, 16 Jun

৩৪ ওভারের শেষে পাকিস্তানের রান ১৬৫/৫।
10:32 PM, 16 Jun

৩৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৫৭/৫।
10:25 PM, 16 Jun

৩২ ওভার শেষে পাকিস্তান দেড়শো রানের গণ্ডী পেরোল। উঠল ১৫৪/৫।
10:19 PM, 16 Jun

শেষ হল ৩১তম ওভার। পাকিস্তানের রান ১৪৬/৫।
10:16 PM, 16 Jun

৩০ ওভার শেষে পাকিস্তান ১৪০/৫। কুলদীপের ওভারে এল মাত্র ৩ রান।
10:13 PM, 16 Jun

২৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৭/৫।
10:13 PM, 16 Jun

২৮ ওভার শেষে পাকিস্তান ১৩২/৫।
10:05 PM, 16 Jun

এক ওভারে দুই উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া। পরপর দুই বলে ফেরালেন মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে। ২৭ ওভার শেষে পাকিস্তান ১২৯/৫।
9:59 PM, 16 Jun

২৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৩, পরপর দুই ওভারে দুই উইকেট কুলদীপের।
9:59 PM, 16 Jun

মেডেন উইকেট নিলেন কুলদীপ। ২৬ ওভার শেষে পাকিস্তান ১২৬/৩।
9:57 PM, 16 Jun

ফের বড় উইকেট পেলেন কুলদীপ। ৬২ রানে ফেরালেন ফকর জামানকে।
9:54 PM, 16 Jun

যুজবেন্দ্র চাহালের ওভারে এল ৯ রান। পাকিস্তান ২৫ ওভার শেষে ১২৬/২।
9:52 PM, 16 Jun

৪৮ রানের মাথায় বাবর আজমকে বোল্ড করলেন কুলদীপ যাদব।
9:44 PM, 16 Jun

২৩ ওভার শেষে পাকিস্তানের রান ১১৩/১।
9:42 PM, 16 Jun

২২ ওভার শেষে উঠল ১০৩/১ রান। ফকর জামান অনবদ্য খেলছেন।
9:38 PM, 16 Jun

যুজবেন্দ্র চাহালকে ছক্কা হাঁকিয়ে অর্শধতরান করলেন ফকর জামান। ২১ ওভার শেষে পাকিস্তান ৯৫/১।
9:34 PM, 16 Jun

ফকর জামানকে স্টাম্পিংয়ের সুযোগ এসে গিয়েছিল। তবে একটুর জন্য মিস হল। কুলদীপ যাদবের ওভারে এল ১ রান। ২০ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটে ৮৭ রান তুলল।
9:29 PM, 16 Jun

চাহলের ওভার থেকে মাত্র ২ রান তুলতে সক্ষম হল পাকিস্তান। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৬/১।
9:26 PM, 16 Jun

অন্য এন্ড থেকে কুলদীপকে আক্রমণে আনলেন বিরাট। ওভারে এল ৫ রান। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৪/১।
9:23 PM, 16 Jun

যুজবেন্দ্র চাহলের প্রথম ওভারে এল ৪ রান। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৯/১।
READ MORE

English summary
World Cup Live : India will face Pakistan at Old Trafford, weather is concern.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X