For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ম্যাচেই প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ৬ উইকেটে জয় ভারতের

বিশ্বকাপ শুরুর ছয় দিন পর অভিযান শুরু করতে চলা বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে ঘিরে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার।

  • |
Google Oneindia Bengali News

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের ৪, জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের ২ উইকেটের দৌলতে দক্ষিণ আফ্রিকাকে ২২৭ রানে বেঁধে দিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ১টি উইকেট নিয়েছেন চায়না ম্যান কুলদীপ যাদব। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ বেলায় অল-রাউন্ডার ক্রিস মরিস ও কাগিসো রাবাডা যথাক্রমে ৪২ এবং ৩১ রান করলেও তা যথেষ্ট বলে মনে হয়নি। তাঁরা ছাড়াও ৩৮ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৩১ রান করেন ডেভিড মিলার। জিততে গেলে ভারতকে ২২৮ রান করতে হবে।

প্রথম ম্যাচেই প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ৬ উইকেটে জয় ভারতের

Newest First Oldest First
10:46 PM, 5 Jun

১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।
10:46 PM, 5 Jun

১৫ বল বাকী থাকতে ৬ উইকেটে জয় পেল ভারত।
10:42 PM, 5 Jun

৪৭ ওভার শেষ বল ভারত তুলল ২২৩ রান। ক্রিজে নেমে পরপর বাউন্ডারি হাঁকালেন হার্দিক পান্ডিয়া। শেষ ১৮ বলে চাই ৫ রান।
10:41 PM, 5 Jun

ক্রিস মোরিসের বলে ৩৪ রানে ফিরলেন ধোনি।
10:35 PM, 5 Jun

৪৬ ওভার শেষে উঠল ২১৩ রান। শেষ ২৪ বলে চাই ১৫ রান।
10:31 PM, 5 Jun

ইমরান তাহিরের বলে উঠল ১০ রান। ধোনি ৩০ ও রোহিত ১২০ রানে ব্যাট করছেন।
10:26 PM, 5 Jun

আর ৩৬ বলে চাই ৩০ রান। ৪৪ ওভার শেষে ভারত তুলল ১৯৮/৩।
10:23 PM, 5 Jun

শামসির ওভারে এল ১৪ রান। ৪৩ ওভার শেষে ভারত তুলল ৩ উইকেটে ১৯৩ রান। ৫০ রানের পার্টনারশিপ পূরণ করলেন রোহিত-ধোনি।
10:20 PM, 5 Jun

৪২ ওভার শেষে উঠল ১৭৯ রান। এবার জেতার জন্য বড় নিঃসঙ্কোচে বড় শট খেলতে পারেন রোহিত।
10:12 PM, 5 Jun

১২৮ বলে শতরান করলেন রোহিত শর্মা। ৪১ ওভার শেষে ভারত তুলল ৩ উইকেটে ১৭৬ রান।
10:10 PM, 5 Jun

৪০ ওভারের পর উঠল ১৭১ রান। শতরানের দিকে এগিয়ে চলেছেন রোহিত।
10:03 PM, 5 Jun

ফেলুকওয়াও-র ওভারে উঠল মাত্র ৪ রান। শেষ ৬৬ বলে ভারতের প্রয়োজন ৬০ রান। ৩৯ ওভারের পর রান ১৬৮।
10:00 PM, 5 Jun

৩৮ ওভারের শেষে উঠল ১৬৪ রান। ক্রিজে রয়েছেন রোহিত ও ধোনি।
9:59 PM, 5 Jun

৩৭ ওভার শেষে উঠল ১৫৮ রান।
9:48 PM, 5 Jun

শামসি ফের ভালো ওভার করলেন। দিলেন মাত্র ৪ রান। ৩৬ ওভার শেষে ভারত ১৫৪/৩।
9:47 PM, 5 Jun

৩৫ ওভারে ১৫০ রানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
9:43 PM, 5 Jun

শামসির ওভারে উঠল মাত্র ২ রান। ৩৪ ওভার শেষে উঠল ১৪৫ রান। রোহিথ শর্মা ৮৬ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন ধোনি।
9:39 PM, 5 Jun

ইমরান তাহিরের ওভারে উঠল ৪ রান। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৩ রান।
9:31 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/৩

রাবাডার সফল মেডেন ওভার। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/৩।
9:28 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ৩১.৩ ওভারে ভারতের স্কোর ১৩৯/৩

রাবাডার স্লোয়ারে বোকা বনে আউট হলেন কেএল রাহুল। ৩১.৩ ওভারে ভারতের স্কোর ১৩৯/৩।
9:24 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/২

মাঠ জুড়ে শট খেলছেন রোহিত। তাহিরের ওভারে এল ১০ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/২।
9:21 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১২৯/২

হিটম্যান ব্যাক ইন ট্র্যাক। রাবাডাকে চার হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক। ৭৩ রানে খেলছেন রোহিত। রাহুলের রান ২৫। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১২৯/২।
9:17 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১২৩/২

ইমারান তাহিরকে ফিরিয়ে আনলেন ডুপ্লেসি। রোহিত শর্মার ব্যাট কথা বলছে। ওভারে এল একটি চার সহ ৮ রান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১২৩/২।
9:12 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/২

ক্রিস মরিসের বদলে কাগিসো রাবাডা আরো একবার এলেন বোলিং অ্যাটাকে। ওভারে এল ২ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/২।
9:09 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/২

রোহিত ও রাহুলের পার্টনারশিপে অর্ধ-শতরান পূর্ণ। ২টি চার সহ সামসির ওভারে এল ১১ রান। ভয়ঙ্কর হয়ে উঠছেন রোহিত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/২।
9:04 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১০২/২

মরিসের ওভারে এল ৭ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১০২/২।
8:59 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২

হাত খুলে খেলছেন রোহিত। ১৩ রাানে ব্যাট করছেন রাহুল। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২।
8:55 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২

ভেল্কি দেখাচ্ছেন মরিস। এই ওভারে দিলেন মাত্র ১ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২।
8:50 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: বিশ্বকাপ LIVE: ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৯১/২

হাত খুললেন রোহিত শর্মা। সামসির ওভারে লম্বা ছয় মারার পাশাপাশি অর্ধ-শতরান পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৯১/২।
8:46 PM, 5 Jun

বিশ্বকাপ LIVE: ২২ ওভার শেষে ভারতের স্কোর ৮২/২

ক্রিস মরিসকে বোলিং অ্যাটাকে ফিরেয়ে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আবারও মেডেন দিলেন ডান-হাতি ফাস্ট বোলার। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৮২/২
READ MORE

{headtohead_cricket_3_6}

English summary
World Cup LIVE: India facing South Africa in Southampton
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X