For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০৬ রানে থামল ভারতের ইনিংস, ৩১ রানে জিতল ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ভারতের প্রয়োজন আর এক পয়েন্ট। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে মাস্ট উইন পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

পরতে পরতে চড়াই উতরাইয়ের উত্তেজক গল্পে ভরা ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ মহারণ। এই না হলে বড় ম্যাচ। ভারতের বিরুদ্ধে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপের পক্ষে এই রান তাড়া করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব।

আলো আঁধারির মায়ায় মোড়া এজবাস্টনে রবিবার ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের শুরুটাও হয় ধামাকাদার। মাত্র ২২ ওভারে ১৬০ রান তুলে নেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। সেই সময় দিশেহারা দেখায় ভারতীয় বোলারদের। দুর্দান্ত সেঞ্চুরি করেন বোয়ারস্টো। ২৩তম ওভারের প্রথম বলে রয়ের উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান চায়না ম্যান কুলদীপ যাদব।

এরপরেই মহম্মদ শামি ঝড় শুরু হয় এজবাস্টনে। বেয়ারস্টো (১১১), জো রুট (৪৪) ও অধিনায়ক ইয়ন মর্গ্যানের (১) উইকেট পরপর নিয়ে ভারতকে ম্যাচে ফেরান শামি। মারমুখী জোস বাটলার (২০) ও ক্রিস ওকসের (৭) উইকেট তুলে ম্যাচে ৫ উইকেটের মালিক হন বাংলার পেসার। তবে উইকেট নিলেও নিজের শেষ ২ ওভারে ৩২ রানও দেন শামি। শেষবেলায় ৫৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন স্টোকস। অন্যদিকে, ডেথ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরা। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

৩০৬ রানে থামল ভারতের ইনিংস, ৩১ রানে জিতল ইংল্যান্ড

Newest First Oldest First
11:08 PM, 30 Jun

৫০ ওভার শেষে ৩০৬ রানে থামল ভারতের ইনিংস। ইংল্যান্ড ম্যাচ জিতল ৩১ রানে।
11:02 PM, 30 Jun

ইংল্যান্ড টিকে রইল বিশ্বকাপে। শেষ ৬ বলে চাই ৪৪ রান। ভারত ২৯৪/৫।
10:59 PM, 30 Jun

এই ওভারে এল মাত্র ৬ রান। শেষ ১২ বলে চাই ৫১ রান। ভারত ৪৮ ওভারের পর ৫ উইকেটে ২৮৭ রান।
10:53 PM, 30 Jun

ঠুকঠুক করে এগোচ্ছে ধোনি-যাদব জুটি। এই ওভারে এল মাত্র ৫ রান। ভারত ৪৭ ওভার শেষে ২৮১/৫।
10:49 PM, 30 Jun

৪৬ ওভার শেষে উঠল ৫ উইকেটে ২৭৬ রান। শেষ ২৪ বলে জেতার জন্য চাই ৬২ রান।
10:44 PM, 30 Jun

৪৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারত ২৬৭ রান তুলল। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেদার যাদব।
10:42 PM, 30 Jun

প্ল্যাঙ্কেটের বলে ৪৫ রানে ফিরলেন পাণ্ডিয়া। ভারত খোয়াল পঞ্চম উইকেট।
10:37 PM, 30 Jun

জোফ্রা আর্চারের বলে উঠল মাত্র ৫ রান। ভারত ৪৪ ওভার শেষে ২৬০ রান তুলল। শেষ ৩৬ বলে চাই ৭৮ রান।
10:32 PM, 30 Jun

ভালো ফিল্ডিং সাজিয়ে সেইমতো বোলিং করছেন ইংরেজ বোলাররা। ওকসের ওভারে উঠল ৭ রান। ভারত ৪৩ ওভার শেষে ২৫৫/৪। শেষ ৭ ওভারে করতে হবে ৮৩ রান।
10:29 PM, 30 Jun

রশিদের ওভারে উঠল মাত্র ৫ রান। ৪২ ওভার শেষে ভারত ২৪৮ রান তুলেছে।
10:24 PM, 30 Jun

৪১তম ওভারে ওকসের বলে উঠল ৯ রান। ভারত ৪ উইকেটে তুলল ২৪৩ রান।
10:18 PM, 30 Jun

৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪/৪।
10:13 PM, 30 Jun

লিয়াম প্ল্যাঙ্কেটের বলে ৩২ রানে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত।
10:10 PM, 30 Jun

ক্রিস ওকসের এক ওভারে পাণ্ডিয়া নিলেন ১৬ রান। ৩৯ ওভার শেষে উঠল ২২৬ রান।
10:03 PM, 30 Jun

শেষ হল ৩৮ তম ওভার। মার্ক উডের ৬ বলে এল ৬ রান। ভারত ৩ উইকেটে ২১০ রান।
9:58 PM, 30 Jun

৩৭ ওভার শেষে ভারত ৩ উইকেটে ২০৪ রান তুলল।
9:57 PM, 30 Jun

ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া। রয়েছেন ঋষভ পন্থ।
9:56 PM, 30 Jun

ক্রিস ওকসের বলে শতরান করে ১০২ রানে আউচ হয়ে ফিরলেন রোহিত শর্মা।
9:51 PM, 30 Jun

মার্ক উডের ওভারে উঠল ১০ রান। ৩৬ ওভার শেষে ঊাপত ১৯৮/২।
9:47 PM, 30 Jun

ফের এক অনবদ্য শতরান করলেন রোহিত শর্মা। ৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৮৮ রান তুলল।
9:39 PM, 30 Jun

শেষ হল ৩৪তম ওভার। ধীরে ধীরে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় পন্থ ও রোহিত। ভারত ১৮৩/২।
9:34 PM, 30 Jun

৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/২।
9:33 PM, 30 Jun

দুর্দান্ত চার মারলেন ঋষভ পন্থ।
9:33 PM, 30 Jun

লিয়াম প্ল্যাঙ্কেটের সপ্তম ওভার।
9:30 PM, 30 Jun

উডের পঞ্চম ওভারে এল ১১ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/২।
9:28 PM, 30 Jun

৯৭ বলে ৯০ রানে খেলছেন রোহিত।
9:27 PM, 30 Jun

বোলিং অ্য়াটাকে এলেন মার্ক উড। পরপর দুটি চার মেরে তাঁকে স্বাগত জানালেন রোহিত।
9:26 PM, 30 Jun

প্ল্যাঙ্কেটের ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৫৫/২।
9:24 PM, 30 Jun

নিজের ষষ্ঠ ওভার বল করছেন লিয়াম প্ল্যাঙ্কেট।
9:21 PM, 30 Jun

আর্চারের ওভারে এল ৪ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/২।
READ MORE

English summary
World Cup Live : Desperate England will face motivated India in Edgbaston.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X