For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজ চূর্ণ ইংল্যান্ডের কাছে, ২০১৬-র টি ২০ বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ অভিযান বড় জয় দিয়েই শুরু করল ইংল্যান্ড। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম সাক্ষাতেই নিয়ে নিল থ্রি লায়ন্স। দুবাইয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে গ্রুপ ১-এর শীর্ষস্থানও দখল করল ইংল্যান্ড। এদিন অস্ট্রেলিয়াও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এই গ্রুপের খেলায়। তবে ইংল্যান্ডের নেট রান রেট ৩.৯৭০। অজিদের ০.২৫৩। সেই সুবাদেই শীর্ষে রইলেন ইয়ন মর্গ্যানরা।

সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজ চূর্ণ ইংল্যান্ডের কাছে

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৫৬ রান। ৩.১ ওভারে রবি রামপালের বলে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে আউট হন জেসন রয়। ১০ বলে ১১ রান করেন তিনি। ৩০ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। পঞ্চম ওভারের প্রথম বলে দলের ৩০ রানের মাথায় ৬ বলে ব্যক্তিগত ৯ রান করে আকিল হোসেনের বলে কট অ্যান্ড বোল্ড হন জনি বেয়ারস্টো। ৫.২ ওভারে জস বাটলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩ রান করে রান আউট হন মঈন আলি। সপ্তম ওভারের প্রথম বলে নিজের বলেই অসাধারণ ক্ষিপ্রতায় লিয়াম লিভিংস্টোনের ক্যাচ তালুবন্দি করেন আকিল। লিভিংস্টোন ১ রানে আউট হন। ৩৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর দলকে লক্ষ্যে পৌছে দেন বাটলার ও অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার। সাত বলে সাত রান করে অপরাজিত থাকেন মর্গ্যান।

ফ্যাবিয়ান অ্যালেন চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পান আকিল হোসেন। বোলিং ওপেন করে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিলেন। তার মধ্যে লিভিংস্টোনের যে ক্যাচটি ধরলেন তা বিশ্বমানের। আফগানিস্তান ও পাকিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচে হারের পর আজ ইংল্যান্ডের কাছে লজ্জার পরাজয়। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে টি ২০ বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর ৫৫ রান করে। তবে এরপরও উদ্বিগ্ন নন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। তাঁর কথায়, অল্প রানের পুঁজি নিয়েও বোলাররা যে লড়াই চালিয়েছেন তা যথেষ্ট ইতিবাচক দিক। ব্যাটিংটা তিনটি ম্যাচেই ভালো হয়নি। তবে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী পোলার্ড। আকিল হোসেন যেভাবে সুযোগের সদ্ব্য়বহার করলেন তারও প্রশংসা শোনা গিয়েছে পোলার্ডের গলায়। যদিও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে এদিন হারল তাতে অবাক ব্রায়ান লারা, ড্যারেন স্যামিরা। এমন পারফরম্যান্স চ্যাম্পিয়ন টিমের কাছ থেকে অপ্রত্যাশিত তো বটেই। লারা মনে করছেন, পরের ম্যাচে বেশ কিছু বিষয়ে দলে পরিবর্তন আনা জরুরি। এদিন মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ১৩ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।

১৭ রানে ২ উইকেট, সেই সঙ্গে এভিন লুইসের ক্যাচ অসাধারণভাবে তালুবন্দি করে ম্যাচের সেরা হয়েছেন মঈন আলি। তিনি বলেন, ওই ক্যাচটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। বিপক্ষে অনেক বাঁহাতি ব্যাটার থাকায় জানতাম শুরুর দিকেই বোলিং করতে আমাকে ডাকা হবে। চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা করায় নিজের উপর বিশ্বাস ছিল। তিন বিভাগেই সেরাটা দিতে চাই, সেরা প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছি। দলের জয়ের জন্য নিয়ন্ত্রিত বোলিংকেই বড় ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছেন তৃপ্ত ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। তিনি বলেন, আরও দ্রুত রান তোলা লক্ষ্য ছিল। কিন্তু পিচের কারণে সেটা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গ্রুপ ১-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই ৬ দলের মধ্যে থেকে দুটি দল যাবে সেমিফাইনালে। ফলে এই গ্রুপ অব ডেথে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। নেট রান রেটও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সেদিক দিয়ে প্রথম ম্যাচের পর স্বস্তিদায়ক জায়গায় রইল ২০১৬ টি ২০ বিশ্বকাপের রানার আপ তথা ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে মর্গ্যানদের পরবর্তী ম্যাচ। তার আগের দিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

English summary
50 Over World Cup Champion In 2019 England Beat Defending T20 World Champion West Indies By 6 Wickets. Moeen Ali Has Been Named Man Of The Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X